BSNL-এর ধামাকা প্ল্যান! মাত্র এতো টাকার রিচার্জে পেয়ে যান প্রতিদিন ৩জিবি ডেটা আর ফ্রি কলিং

Last Updated:
১০০ টাকার টাকার কম রিচার্জে পেয়ে যান প্রতিদিন ৩জিবি ডেটা, সঙ্গে ফ্রি কলিংও
1/5
করোনা ভাইরাস মহামারীর মধ্যে ফের একবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এখনও দেশের অনেক কর্মস্থলগুলিতে ‘Work From Home’চলছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় বেশ কয়েকটি সস্তার প্রিপেড রিচার্জের অপশন দিচ্ছে বিএসএনএল।
করোনা ভাইরাস মহামারীর মধ্যে ফের একবার গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এখনও দেশের অনেক কর্মস্থলগুলিতে ‘Work From Home’চলছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। এই পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় বেশ কয়েকটি সস্তার প্রিপেড রিচার্জের অপশন দিচ্ছে বিএসএনএল।
advertisement
2/5
বিএসএনএল এর প্রতিদিন ৩জিবি ডেটা প্ল্যানের দাম শুরু হচ্ছে ৭৮ টাকা থেকে। এছাড়াও এতে গ্রাহকরা পেয়ে যাবে কলিং এর সুবিধা। এতে প্রতিদিন গ্রাহকরা পেয়ে যাবে ২৫০FUP মিনিট। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮ দিনের।
বিএসএনএল এর প্রতিদিন ৩জিবি ডেটা প্ল্যানের দাম শুরু হচ্ছে ৭৮ টাকা থেকে। এছাড়াও এতে গ্রাহকরা পেয়ে যাবে কলিং এর সুবিধা। এতে প্রতিদিন গ্রাহকরা পেয়ে যাবে ২৫০FUP মিনিট। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮ দিনের।
advertisement
3/5
৭৮ টাকার প্ল্যানে অনান্য বেনিফিটের মধ্যে রয়েছে Eros Now-এর ফ্রি সাবস্ক্রিপশন। জানা গিয়েছে যে বিএসএনএল এর এই প্ল্যানটি কিছু নির্দিষ্ট সার্কেলের গ্রাহকদের জন্য উপলব্ধ।
৭৮ টাকার প্ল্যানে অনান্য বেনিফিটের মধ্যে রয়েছে Eros Now-এর ফ্রি সাবস্ক্রিপশন। জানা গিয়েছে যে বিএসএনএল এর এই প্ল্যানটি কিছু নির্দিষ্ট সার্কেলের গ্রাহকদের জন্য উপলব্ধ।
advertisement
4/5
সম্প্রতি ব্রডব্যান্ড গ্রহাদের জন্য তিনটি নতুন প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। এই ৩টি প্ল্যানেই গ্রাহকরা পেয়ে যাবেন ৫০Mbps স্পীড।
সম্প্রতি ব্রডব্যান্ড গ্রহাদের জন্য তিনটি নতুন প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল। এই ৩টি প্ল্যানেই গ্রাহকরা পেয়ে যাবেন ৫০Mbps স্পীড।
advertisement
5/5
বিএসএনএল এর তিনটি প্ল্যানের নাম - 200GB CS111, 300GB CS112 আর PUN 400GB। এই প্ল্যানগুলির মধ্যে বেশিক প্ল্যান ২০০জিবি র। বর্তমানে এই প্ল্যানগুলি লাভ উঠাতে পারবেন শুধুমাত্র পঞ্জাব সার্কেলের গ্রাহকরা।
বিএসএনএল এর তিনটি প্ল্যানের নাম - 200GB CS111, 300GB CS112 আর PUN 400GB। এই প্ল্যানগুলির মধ্যে বেশিক প্ল্যান ২০০জিবি র। বর্তমানে এই প্ল্যানগুলি লাভ উঠাতে পারবেন শুধুমাত্র পঞ্জাব সার্কেলের গ্রাহকরা।
advertisement
advertisement
advertisement