দুঃসংবাদ! একাধিক ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ, সিদ্ধান্ত নিল BSNL

Last Updated:
আজ থেকে, বিএসএনএল ভারত ফাইবার ব্যবহারকারীরা কেবলমাত্র দু'টি ব্রডব্যান্ড পরিষেবার মধ্যে তাদের পছন্দানুসারে যে কোনও একটি প্ল্যান নি?
1/6
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর নিজস্ব ফাইবার ইন্টারনেট পরিষেবা রয়েছে যা ‘ভারত ফাইবার’ নামে পরিচিত। এই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আজ থেকে বেশ কয়েকটি পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। বিএসএনএল অক্টোবর ১, ২০২০ থেকে চারটি ফাইবার প্ল্যান শুরু করে। যে চারটি পরিষেবা তারা লঞ্চ করে সেগুলি হল - ফাইবার বেসিক (Fibre Basic), ফাইবার ভ্যালু (Fibre Value), ফাইবার প্রিমিয়াম (Fibre Premium) এবং ফাইবার আলট্রা (Fibre Ultra)। এই সময়কালে, অনেকগুলি নতুন প্ল্যান যুক্ত করা হয় এবং বেশ কিছু প্ল্যান বন্ধ করে দেওয়া হয়।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর নিজস্ব ফাইবার ইন্টারনেট পরিষেবা রয়েছে যা ‘ভারত ফাইবার’ নামে পরিচিত। এই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আজ থেকে বেশ কয়েকটি পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। বিএসএনএল অক্টোবর ১, ২০২০ থেকে চারটি ফাইবার প্ল্যান শুরু করে। যে চারটি পরিষেবা তারা লঞ্চ করে সেগুলি হল - ফাইবার বেসিক (Fibre Basic), ফাইবার ভ্যালু (Fibre Value), ফাইবার প্রিমিয়াম (Fibre Premium) এবং ফাইবার আলট্রা (Fibre Ultra)। এই সময়কালে, অনেকগুলি নতুন প্ল্যান যুক্ত করা হয় এবং বেশ কিছু প্ল্যান বন্ধ করে দেওয়া হয়।
advertisement
2/6
 আজ থেকে, বিএসএনএল ভারত ফাইবার ব্যবহারকারীরা কেবলমাত্র দু'টি ব্রডব্যান্ড পরিষেবার মধ্যে তাদের পছন্দানুসারে যে কোনও একটি প্ল্যান নির্বাচন করতে পারবেন- ফাইবার বেসিক প্লাস (Fibre Basic Plus) এবং ফাইবার প্রিমিয়াম প্লাস (Fibre Premium Plus)। নিচে এই দুটি প্ল্যান সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হল।
আজ থেকে, বিএসএনএল ভারত ফাইবার ব্যবহারকারীরা কেবলমাত্র দু'টি ব্রডব্যান্ড পরিষেবার মধ্যে তাদের পছন্দানুসারে যে কোনও একটি প্ল্যান নির্বাচন করতে পারবেন- ফাইবার বেসিক প্লাস (Fibre Basic Plus) এবং ফাইবার প্রিমিয়াম প্লাস (Fibre Premium Plus)। নিচে এই দুটি প্ল্যান সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হল।
advertisement
3/6
বিএসএনএল ফাইবার বেসিক প্লাস ব্রডব্যান্ড পরিষেবার মোট খরচ ৫৯৯ টাকা প্রতি মাসে (ট্যাক্স ছাড়া)। ব্যবহারকারীরা ৬০ এমবিপিএস ডাউনলোডিং/আপলোডিং স্পিড পাবেন এবং ৩.৩টিবি বা ৩,৩০০জিবি ডেটা পাবেন এই পরিষেবায়। ফেয়ার ইউসেজ পলিসি (এফইউপি) ডেটা ব্যবহারের পর, ব্যবহারকারীরা ব্রাউজিং করতে পারবেন ২ এমবিপিএস স্পিডে। এছাড়াও এই পরিষেবাতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন।
বিএসএনএল ফাইবার বেসিক প্লাস ব্রডব্যান্ড পরিষেবার মোট খরচ ৫৯৯ টাকা প্রতি মাসে (ট্যাক্স ছাড়া)। ব্যবহারকারীরা ৬০ এমবিপিএস ডাউনলোডিং/আপলোডিং স্পিড পাবেন এবং ৩.৩টিবি বা ৩,৩০০জিবি ডেটা পাবেন এই পরিষেবায়। ফেয়ার ইউসেজ পলিসি (এফইউপি) ডেটা ব্যবহারের পর, ব্যবহারকারীরা ব্রাউজিং করতে পারবেন ২ এমবিপিএস স্পিডে। এছাড়াও এই পরিষেবাতে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন।
advertisement
4/6
বিএসএনএল ফাইবার প্রিমিয়াম প্লাস ব্রডব্যান্ড প্ল্যানের খরচ ১২৭৭ টাকা প্রতি মাসে (ট্যাক্স ছাড়া)। এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা ২০০ এমবিপিএস ডাউনলোডিং/আপলোডিং স্পিড পাবেন এবং ৩.৩টিবি বা ৩,৩০০জিবি ডেটা পেয়ে যাবেন। এফইউপি ডেটা শেষ হওয়ার পর, ব্যবহারকারীর ইন্টারনেট স্পিড ১৫ এমবিপিএসে নেমে যাবে।
বিএসএনএল ফাইবার প্রিমিয়াম প্লাস ব্রডব্যান্ড প্ল্যানের খরচ ১২৭৭ টাকা প্রতি মাসে (ট্যাক্স ছাড়া)। এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা ২০০ এমবিপিএস ডাউনলোডিং/আপলোডিং স্পিড পাবেন এবং ৩.৩টিবি বা ৩,৩০০জিবি ডেটা পেয়ে যাবেন। এফইউপি ডেটা শেষ হওয়ার পর, ব্যবহারকারীর ইন্টারনেট স্পিড ১৫ এমবিপিএসে নেমে যাবে।
advertisement
5/6
বন্ধ করা প্ল্যানগুলির মধ্যে একটি হল ‘ফাইবার বেসিক’ প্ল্যান যা গ্রাহককে প্রতি মাসে ৪৪৯ টাকা দিতে হত। ২৯ ডিসেম্বর এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তবে ভালো চাহিদার কারণে বিএসএনএল ২০২১-এর ৪ এপ্রিল পর্যন্ত রাখে। অনেকে ভেবেছিল ভারত সরকারের এই টেলিকম সংস্থা হয় তো আর কিছু দিন এই পরিষেবা রাখবে, কিন্তু তা আর হল না
বন্ধ করা প্ল্যানগুলির মধ্যে একটি হল ‘ফাইবার বেসিক’ প্ল্যান যা গ্রাহককে প্রতি মাসে ৪৪৯ টাকা দিতে হত। ২৯ ডিসেম্বর এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তবে ভালো চাহিদার কারণে বিএসএনএল ২০২১-এর ৪ এপ্রিল পর্যন্ত রাখে। অনেকে ভেবেছিল ভারত সরকারের এই টেলিকম সংস্থা হয় তো আর কিছু দিন এই পরিষেবা রাখবে, কিন্তু তা আর হল না
advertisement
6/6
কারণ Airtel এক্সস্ট্রিম ফাইবার এবং Jio ফাইবারের দেওয়া এন্ট্রি লেভেল প্ল্যানে সরাসরি প্রতিযোগিতার মুখে পরতে হচ্ছিল সরকারি সংস্থাটিকে। ঠিক কী কারণে বিএসএনএল সিদ্ধান্ত নিয়েছে তাদের সব প্ল্যান বন্ধ করে শুধু মাত্র এই দু'টি প্ল্যান চালু রাখার তা এখনও স্পষ্ট নয়। তবে আগামীদিনে বিএসএনএল আবার কিছু আশ্চর্যজনক প্ল্যানের পসরা নিয়ে হাজির হবে বলেই মনে করা হচ্ছে।
কারণ Airtel এক্সস্ট্রিম ফাইবার এবং Jio ফাইবারের দেওয়া এন্ট্রি লেভেল প্ল্যানে সরাসরি প্রতিযোগিতার মুখে পরতে হচ্ছিল সরকারি সংস্থাটিকে। ঠিক কী কারণে বিএসএনএল সিদ্ধান্ত নিয়েছে তাদের সব প্ল্যান বন্ধ করে শুধু মাত্র এই দু'টি প্ল্যান চালু রাখার তা এখনও স্পষ্ট নয়। তবে আগামীদিনে বিএসএনএল আবার কিছু আশ্চর্যজনক প্ল্যানের পসরা নিয়ে হাজির হবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
advertisement