রাতারাতি ১০০ টাকা কমে গেল BSNL-এ রিচার্জ প্ল্যান! ৩৩০০GB হাই স্পিড ডেটা এখন মাত্র কত টাকায় জানেন? শুনলে চোখ কপালে উঠবে
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
কোম্পানি ধারাবাহিকভাবে নতুন সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করছে, যার ফলে গ্রাহকের পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
advertisement
advertisement
Jio, Airtel এবং Vi (Vodafone Idea) তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে বলে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম জায়ান্ট নতুন করে জনপ্রিয়তা পেয়েছে- এটি আরও ব্যবহারকারীদের BSNL-এর সাশ্রয়ী অফারগুলির দিকে ঠেলে দিয়েছে। কোম্পানি ধারাবাহিকভাবে নতুন সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করছে, যার ফলে গ্রাহকের পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জনপ্রিয় ৩৩০০GB ডেটা প্ল্যানের দাম কমিয়েছে BSNL -BSNL-এর সবচেয়ে আকর্ষণীয় অফারগুলির মধ্যে একটি সম্প্রতি তার ৩৩০০GB ডেটা প্ল্যানে উল্লেখযোগ্য মূল্য হ্রাস করেছে। মূলত ৪৯৯ টাকা দামের প্ল্যানটি এখন কম খরচে (১০০ টাকায়) পাওয়া যাচ্ছে, এটিকে ৩৯৯ টাকায় উপলব্ধ করা হচ্ছে। এই ব্রডব্যান্ড প্ল্যানটি প্রতিযোগীদের তুলনায় কম খরচে ফাইবার ব্যবহারকারীদের একটি বিশাল ৩৩০০GB ডেটা অফার করে।
advertisement