BSNL Recharge Plans: BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যান! ৭০০ টাকার কমে ১০০ দিনের পরিষেবা সঙ্গে আনলিমিটেড কলিং

Last Updated:
BSNL Recharge Plans: BSNL প্ল্যানগুলি বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় অনেকটাই সস্তা। বিএসএনএলের এই প্রিপেইড প্ল্যানে প্রচুর হাইস্পিড ইন্টারনেট ডেটা, বিনামূল্যে কলিং-এর সুবিধা ৷
1/5
অদূর ভবিষ্যতে রিচার্জ অপশন বা রিচার্জ বিকল্পগুলি সাশ্রয়ী রাখতে চায় BSNL। এমনটাই ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান। বিগত ২ মাস ধরে ৫৫ লক্ষেরও বেশি নতুন ব্যবহারকারীকে স্বাগত জানিয়েছে BSNL। অথচ বেসরকারি টেলিকম সংস্থাগুলি পাল্লা দিয়ে দাম বাড়িয়েছে নিজেদের রিচার্জ প্ল্যানের। এদিকে সরকার-অধিকৃত টেলিকম পরিষেবা প্রদানকারী হিসেবে BSNL কিন্তু প্রতিযোগিতামূলক মূল্যে একাধিক প্রিপেড রিচার্জ প্ল্যানের সুবিধা দিয়ে যাচ্ছে।
অদূর ভবিষ্যতে রিচার্জ অপশন বা রিচার্জ বিকল্পগুলি সাশ্রয়ী রাখতে চায় BSNL। এমনটাই ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান। বিগত ২ মাস ধরে ৫৫ লক্ষেরও বেশি নতুন ব্যবহারকারীকে স্বাগত জানিয়েছে BSNL। অথচ বেসরকারি টেলিকম সংস্থাগুলি পাল্লা দিয়ে দাম বাড়িয়েছে নিজেদের রিচার্জ প্ল্যানের। এদিকে সরকার-অধিকৃত টেলিকম পরিষেবা প্রদানকারী হিসেবে BSNL কিন্তু প্রতিযোগিতামূলক মূল্যে একাধিক প্রিপেড রিচার্জ প্ল্যানের সুবিধা দিয়ে যাচ্ছে।
advertisement
2/5
যেখানে ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের জন্য বেসরকারি সংস্থার ব্যবহারকারীদের খরচ করতে হয় ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। অথচ প্রায় ১০০ দিনেরও বেশি সময়ের ভ্যালিডিটির জন্য বিএসএনএল-এর তিনটি প্রিপেড বিকল্পের জন্য ব্যবহারকারীদের খরচ পড়বে ৭০০ টাকারও কম। তাহলে দেখে নেওয়া যাক Bharat Sanchar Nigam Limited-এর সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলি।
যেখানে ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের জন্য বেসরকারি সংস্থার ব্যবহারকারীদের খরচ করতে হয় ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে। অথচ প্রায় ১০০ দিনেরও বেশি সময়ের ভ্যালিডিটির জন্য বিএসএনএল-এর তিনটি প্রিপেড বিকল্পের জন্য ব্যবহারকারীদের খরচ পড়বে ৭০০ টাকারও কম। তাহলে দেখে নেওয়া যাক Bharat Sanchar Nigam Limited-এর সাশ্রয়ী রিচার্জ প্ল্যানগুলি।
advertisement
3/5
BSNL-এর ৬৯৯ টাকার প্ল্যান: BSNL-এর ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় ১৩০ দিনের দারুণ ভ্যালিডিটি। ব্যবহারকারীরা এই প্ল্যানের ফলে ফ্রি ন্যাশনাল রোমিং-সহ সারা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এই প্ল্যানে দৈনিক ১০০টি করে বিনামূল্যে এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। সেই সঙ্গে মিলবে দৈনিক ৫১২ এমবি ডেটাও। আর এই ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা কিন্তু ৪০ কেবিপিএস কম স্পিডে আনলিমিটেজ ডেটা অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।
BSNL-এর ৬৯৯ টাকার প্ল্যান: BSNL-এর ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় ১৩০ দিনের দারুণ ভ্যালিডিটি। ব্যবহারকারীরা এই প্ল্যানের ফলে ফ্রি ন্যাশনাল রোমিং-সহ সারা দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি এই প্ল্যানে দৈনিক ১০০টি করে বিনামূল্যে এসএমএস-এর সুবিধাও পাওয়া যাবে। সেই সঙ্গে মিলবে দৈনিক ৫১২ এমবি ডেটাও। আর এই ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা কিন্তু ৪০ কেবিপিএস কম স্পিডে আনলিমিটেজ ডেটা অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
4/5
BSNL-এর ৬৬৬ টাকার প্ল্যান: সংশ্লিষ্ট সংস্থার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে রয়েছে আরও একটি অপশন। আর এই প্রিপেড প্ল্যানের মূল্য ৬৬৬ টাকা। আসলে ৬৯৯ টাকার প্ল্যানের মতোই কিছু সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানেই। তার মধ্যে অন্যতম হল - যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। আর এই প্ল্যানের মেয়াদ জুড়ে ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা পেয়ে যাবেন।
BSNL-এর ৬৬৬ টাকার প্ল্যান: সংশ্লিষ্ট সংস্থার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে রয়েছে আরও একটি অপশন। আর এই প্রিপেড প্ল্যানের মূল্য ৬৬৬ টাকা। আসলে ৬৯৯ টাকার প্ল্যানের মতোই কিছু সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানেই। তার মধ্যে অন্যতম হল - যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা। আর এই প্ল্যানের মেয়াদ জুড়ে ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা পেয়ে যাবেন।
advertisement
5/5
BSNL-এর ৩৯৭ টাকার প্ল্যান: সব শেষে আসে BSNL-এর ৩৯৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবে ১৫০ দিনের দুর্দান্ত একটি ভ্যালিডিটি। এই প্ল্যানের ক্ষেত্রে প্রথম ৩০ দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাওয়া যাবে। প্রথম মাসের জন্য ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। সেই সঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
BSNL-এর ৩৯৭ টাকার প্ল্যান: সব শেষে আসে BSNL-এর ৩৯৭ টাকার প্ল্যান। এই প্ল্যানে ব্যবহারকারীরা পেয়ে যাবে ১৫০ দিনের দুর্দান্ত একটি ভ্যালিডিটি। এই প্ল্যানের ক্ষেত্রে প্রথম ৩০ দিনের জন্য আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাওয়া যাবে। প্রথম মাসের জন্য ব্যবহারকারীরা দৈনিক ২ জিবি হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। সেই সঙ্গে বিনামূল্যে দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
advertisement
advertisement
advertisement