Boat Rockerz 255 touch: ১০ মিনিটের চার্জেই চলবে ১০ ঘণ্টা! নতুন এই ইয়ারফোনে থাকছে আরও কত সুবিধা? জানুন

Last Updated:
BoAt-এর অন্যান্য পণ্যের মতো BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের দামও কম রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের সমস্ত খুঁটিনাটি।
1/7
ভারতে এখন ইয়ারফোন খুবই জনপ্রিয়। ভারতে ইয়ারফোনের জনপ্রিয়তার কারণে বিভিন্ন ধরনের কোম্পানি একটার পর একটা ইয়ারফোন লঞ্চ করে চলেছে। বিভিন্ন দামের বিভিন্ন ফিচার যুক্ত ইয়ারফোনের চাহিদা ভারতের বাজারে বেড়ে চলেছে। এই বিষয়টি মাথায় রেখে সম্প্রতি জনপ্রিয় কোম্পানি BoAt ভারতের বাজারে একটি নতুন ইয়ারফোন লঞ্চ করেছে। BoAt ইতিমধ্যেই ভারতের বাজারে আধুনিক ফিচার যুক্ত কম দামের ইয়ারফোন লঞ্চ করে জনপ্রিয়তা অর্জন করেছে।
ভারতে এখন ইয়ারফোন খুবই জনপ্রিয়। ভারতে ইয়ারফোনের জনপ্রিয়তার কারণে বিভিন্ন ধরনের কোম্পানি একটার পর একটা ইয়ারফোন লঞ্চ করে চলেছে। বিভিন্ন দামের বিভিন্ন ফিচার যুক্ত ইয়ারফোনের চাহিদা ভারতের বাজারে বেড়ে চলেছে। এই বিষয়টি মাথায় রেখে সম্প্রতি জনপ্রিয় কোম্পানি BoAt ভারতের বাজারে একটি নতুন ইয়ারফোন লঞ্চ করেছে। BoAt ইতিমধ্যেই ভারতের বাজারে আধুনিক ফিচার যুক্ত কম দামের ইয়ারফোন লঞ্চ করে জনপ্রিয়তা অর্জন করেছে।
advertisement
2/7
সম্প্রতি তারা নিয়ে এসেছে নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন। জনপ্রিয় কোম্পানি BoAt-এর এই নতুন নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোনের নাম হল BoAt Rockerz 255 টাচ ইয়ারফোন। নতুন এই ইয়ারফোনে ফুল-টাচ সোয়াইপ ফাংশন দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, প্রথমবারের মতো কোনও নেকব্যান্ড ইয়ারফোনে এই ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় কোম্পানি BoAt-এর অন্যান্য পণ্যের মতো BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের দামও কম রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের সমস্ত খুঁটিনাটি।
সম্প্রতি তারা নিয়ে এসেছে নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন। জনপ্রিয় কোম্পানি BoAt-এর এই নতুন নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোনের নাম হল BoAt Rockerz 255 টাচ ইয়ারফোন। নতুন এই ইয়ারফোনে ফুল-টাচ সোয়াইপ ফাংশন দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, প্রথমবারের মতো কোনও নেকব্যান্ড ইয়ারফোনে এই ধরনের ফিচার ব্যবহার করা হয়েছে। জনপ্রিয় কোম্পানি BoAt-এর অন্যান্য পণ্যের মতো BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের দামও কম রাখা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
3/7
BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। ভারতের বাজারে নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন BoAt Rockerz 255 টাচ কালো, নীল এবং সবুজ রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে। জনপ্রিয় কোম্পানি BoAt-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে গ্রাহকরা এই নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন BoAt Rockerz 255 টাচ ক্রয় করতে পারবেন।
BoAt Rockerz 255 টাচ ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। ভারতের বাজারে নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন BoAt Rockerz 255 টাচ কালো, নীল এবং সবুজ রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে। জনপ্রিয় কোম্পানি BoAt-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে গ্রাহকরা এই নেকব্যান্ড প্যাটার্ন ইয়ারফোন BoAt Rockerz 255 টাচ ক্রয় করতে পারবেন।
advertisement
4/7
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, BoAt-এর নতুন এই নেকব্যান্ডে DIRAC Virtuo চালিত স্থানিক বায়োনিক সাউন্ড ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা উন্নতমানের সাউন্ড কোয়ালিটি পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে, এতে ব্লুটুথ ৫.৩ ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে ১০mm ডাইনামিক ড্রাইভারও দেওয়া হয়েছে।
ফিচার সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, BoAt-এর নতুন এই নেকব্যান্ডে DIRAC Virtuo চালিত স্থানিক বায়োনিক সাউন্ড ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা উন্নতমানের সাউন্ড কোয়ালিটি পাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে, এতে ব্লুটুথ ৫.৩ ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে ১০mm ডাইনামিক ড্রাইভারও দেওয়া হয়েছে।
advertisement
5/7
BoAt Rockerz 255 ইয়ারফোন একবার চার্জ দিলে একটানা ৩০ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এর সঙ্গে, এই নেকব্যান্ডে টাইপ-সি পোর্টের সঙ্গে ASAP ফাস্ট চার্জিং সমর্থনও দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে ২০০mAh ব্যাটারি।
BoAt Rockerz 255 ইয়ারফোন একবার চার্জ দিলে একটানা ৩০ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এর সঙ্গে, এই নেকব্যান্ডে টাইপ-সি পোর্টের সঙ্গে ASAP ফাস্ট চার্জিং সমর্থনও দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে ২০০mAh ব্যাটারি।
advertisement
6/7
কোম্পানির দাবি অনুযায়ী, এই ব্যান্ডগুলি ১০ মিনিট চার্জ করার পরেই ১০ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও এই নেকব্যান্ডে ৪০ms সুপার লো লেটেন্সি সাপোর্ট রয়েছে, যা গেমিংয়ের জন্য বেশ ভাল।
কোম্পানির দাবি অনুযায়ী, এই ব্যান্ডগুলি ১০ মিনিট চার্জ করার পরেই ১০ ঘন্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও এই নেকব্যান্ডে ৪০ms সুপার লো লেটেন্সি সাপোর্ট রয়েছে, যা গেমিংয়ের জন্য বেশ ভাল।
advertisement
7/7
এই নতুন পণ্যটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IPX5 রেটযুক্ত। ক্লিয়ার কলিংয়ের জন্য এতে ENX প্রযুক্তিও দেওয়া হয়েছে।
এই নতুন পণ্যটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার দেওয়া হয়েছে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IPX5 রেটযুক্ত। ক্লিয়ার কলিংয়ের জন্য এতে ENX প্রযুক্তিও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement