Boat Smart Ring : স্মার্টওয়াচ অতীত! Boat আনছে Smart Ring, আকর্ষণীয় ফিচার দেখে চমকে যাবেন আপনিও
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Boat Smart Ring : নাম থেকেই স্পষ্ট যে, আঙুলে পরতে হবে এই স্মার্ট রিং। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
ভারতের অন্যতম জনপ্রিয় কোম্পানি হল Boat। খুব কম সময়ের মধ্যেই ভারতীয় এই কোম্পানির হেডফোন এবং স্মার্টওয়াচ দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার ভারতে এক নতুন প্রোডাক্ট স্মার্ট রিং লঞ্চ করতে চলেছে Boat। বলাই বাহুল্য, এটি একটি স্মার্ট ডিভাইস। আর এই স্মার্ট রিং হল বোটের এই সেগমেন্টে প্রথম প্রোডাক্ট। এর নাম থেকেই স্পষ্ট যে, আঙুলে পরতে হবে এই স্মার্ট রিং। এর মাধ্যমে ব্যবহারকারীর স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাক করা সহজ হয়ে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
Boat Smart Ring-এর বিভিন্ন ফিচার: এটি সেরামিক এবং ধাতু দিয়ে তৈরি। অত্যাধুনিক ডিজাইনের Boat কোম্পানির এই স্মার্ট রিং-এর মধ্যে থাকবে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো স্বাস্থ্য সংক্রান্ত ট্র্যাকিং ফিচার। এছাড়াও গ্রাহকদের শরীরের তাপমাত্রা নিরীক্ষণ করার জন্য রিংটিতে একটি টেম্পারেচার সেন্সর রাখা হয়েছে। এতে স্টেপ ট্র্যাকিংয়ের মতো ফিচারও রয়েছে, যা আধুনিক স্মার্টওয়াচে পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
