Smartphones under Rs.15,000: কম বাজেটে আকর্ষণীয় ফিচারবিশিষ্ট স্মার্টফোন খুঁজছেন? রইল ১৫০০০ টাকার নীচে কিছু দুর্দান্ত বাজেট স্মার্টফোনের তালিকা
Last Updated:
Smartphones under Rs.15,000: দুর্দান্ত মানের ক্যামেরা থেকে দারুন ব্যাটারি লাইফ - সব মিলবে কম বাজেটেই। রইল এই মাসের হিসেবে বাজেট স্মার্টফোনগুলির তালিকা।
এই মুহূর্তেই কি স্মার্টফোন কিনতে চাইছেন? অথচ পকেটে তেমন টাকাকড়ি নেই! এই পরিস্থিতিতে তাহলে কী করণীয়? চিন্তা নেই! কম টাকাতেও মিলবে ভাল ভাল স্মার্টফোন। কম টাকা বলতে কত কম? মাত্র ১৫০০০ টাকাতেই পাওয়া যাবে বাম্পার সব স্মার্টফোন। কী নেই তাতে! দুর্দান্ত মানের ক্যামেরা থেকে দারুণ ব্যাটারি লাইফ - সব মিলবে কম বাজেটেই। রইল এই মাসের হিসেবে বাজেট স্মার্টফোনগুলির তালিকা।
advertisement
Samsung Galaxy M14 5G: ১৫ হাজারের কমেই মিলবে এই স্মার্টফোন। থাকছে ৯০ হার্ৎজ এলসিডি ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি-সহ দারুণ ব্যাটারি লাইফের মতো আকর্ষণীয় ফিচার। এছাড়াও রয়েছে কার্যকরী Exynos ১৩৩০ এসওসি চিপ। এটা স্যামসাং-এর নিজেদের তৈরি করা চিপ। এর পাশাপাশি এটাই এই সেগমেন্টের এমন একটা ফোন, যেখানে রয়েছে ৫ এনএম প্রসেসর। শুধু তা-ই নয়, এই বাজেটের মধ্যেই পাওয়া যাবে দারুন উন্নত মানের ক্যামেরাও।
advertisement
Poco M4 5G: এই দামের সীমার মধ্যে সেরা স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম Poco M4 5G। মসৃণ পারফরম্যান্সের জন্য এতে রাখা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ এসওসি। এর দুর্দান্ত ডিজাইনও আলাদা ভাবে নজর কাড়ে। ৯০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ উন্নত আইপিএস ডিসপ্লে-র কারণে ভিডিও দেখা কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং করা অত্যন্ত সহজ হবে। ৫০০০ এমএএইচ ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ক্যামেরাতেও দারুন চমক। ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ছবি ওঠে ঝকঝকে।
advertisement
iQOO Z6 Lite 5G: সাশ্রয়ী ও উন্নত মানের স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম এটি। যাঁরা টপ-নচ ফোন চাইছেন, তাঁদের জন্য একেবারে আদর্শ। স্ন্যাপড্রাগন ৪ জেন ১ এসওসি দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ১২০ হার্ৎজ এলসিডি ডিসপ্লে। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ক্যামেরার কথাও আলাদা করে বলে দিতে হয় না। স্বল্প বাজেটের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল-রিয়ার ক্যামেরা সেট-আপ।
advertisement
Moto G13: ফোনের মান এবং ক্যামেরার পারফরম্যান্সের উপর যদি মনোনিবেশ করতে চান, তাহলে মোটোরোলা ব্র্যান্ডের এই স্মার্টফোন একেবারে তাক লাগিয়ে দেবে। তবে এটি ৪জি স্মার্টফোন। ফলে প্রাথমিক কাজ যাঁরা করতে চান, সেটার জন্য এটা একেবারে পারফেক্ট। এর বেস ভ্যারিয়েন্টটি অবিশ্বাস্য ভাবে মাত্র ১০০০০ টাকায় পেয়ে যাবেন গ্রাহকরা। হেলিও জি৮৫ চিপসেট রয়েছে। আর ক্যামেরার মানই এই ফোনের মূল ইউএসপি। সেই সঙ্গে ক্লিন ইউজার ইন্টারফেস, মসৃণ পারফরম্যান্স এবং লং-লাস্টিং ব্যাটারি লাইফও Moto G13-এর অন্যতম আকর্ষণীয় ফিচার।






