Smartphone Camera: এই ৫ স্মার্টফোনের ক্যামেরার কাছে হার মানবে ডিএসএলআর ক্যামেরা! ছবি উঠবে ঝকঝকে আর সুন্দর
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
আসলে এই ৫টি স্মার্টফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী যে, তা সঙ্গে রাখলে আর DSLR ক্যামেরা রাখার কোনও প্রয়োজন হবে না। এই ফোনের মাধ্যমেই উন্নত মানের ও পেশাদার ফটোগ্রাফি করা সম্ভব হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি ফোনের খুঁটিনাটি।
বর্তমানে ফটোগ্রাফি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফটোগ্রাফির চাহিদাও বেড়েই চলেছে। এর জন্য অনেকের প্রথম পছন্দ DSLR ক্যামেরা হলেও এর দাম অনেকটাই বেশি হয়। আর তা সব জায়গায় নিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই এক্ষেত্রে মুশকিল আসান হয়ে ওঠে স্মার্টফোনই। আসলে আজকাল বিভিন্ন সংস্থা নিজেদের স্মার্টফোনে আধুনিক প্রযুক্তিবিশিষ্ট ক্যামেরা ব্যবহার করছে। যাঁরা ছবি তুলতে পছন্দ করেন, তাঁরা এমন একটি স্মার্টফোন খোঁজেন, যার মাধ্যমে পেশাদার ছবি তোলা সম্ভব।
advertisement
আমাদের দেশে বর্তমানে এমন বেশ কিছু স্মার্টফোন রয়েছে, যার মাধ্যমে উন্নত মানের ছবি তোলা যাবে। এর মধ্যে সবথেকে ভাল ৫টি স্মার্টফোন সম্পর্কে কথা বলা যাক। আসলে এই ৫টি স্মার্টফোনের ক্যামেরা এতটাই শক্তিশালী যে, তা সঙ্গে রাখলে আর DSLR ক্যামেরা রাখার কোনও প্রয়োজন হবে না। এই ফোনের মাধ্যমেই উন্নত মানের ও পেশাদার ফটোগ্রাফি করা সম্ভব হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি ফোনের খুঁটিনাটি।
advertisement
Samsung Galaxy S23 Ultra 5G: এই স্মার্টফোনটি বর্তমানে Amazon থেকে ১,০৭,৬০০ টাকার প্রাথমিক মূল্যে কেনা যেতে পারে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এটি উন্নত মানের ফটোগ্রাফি করতে সাহায্য করে।
advertisement
Apple iPhone 14 Pro Max: বর্তমানে এই Apple-এর এই স্মার্টফোন Amazon থেকে ১,২৭,৯৯৯ টাকার প্রাথমিক মূল্যে কেনা যাবে। এই ফোনের দুর্দান্ত ক্যামেরার কথা তো সকলে এত দিনে জেনেই গিয়েছেন। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সেট-আপ। আর সবথেকে বড় কথা হল, দিনের আলোয় তো বটেই, তার সঙ্গে রাতে কম আলোয় ঝকঝকে ছবি তুলতে সাহায্য করে এই ফোন।
advertisement
Vivo X90 Pro: বর্তমানে Vivo-র এই স্মার্টফোনটি Croma থেকে ৮৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনটি বিশেষ ভাবে শুধুমাত্র ফটোগ্রাফির জন্য লঞ্চ করা হয়েছে। এর রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাথমিক সেন্সর, ৫০ মেগাপিক্সেল IMX758 পোর্ট্রেট লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
advertisement
advertisement






