Battery Life: ১ দিনের বদলে ২ দিন ধরে থাকবে ফোনের চার্জ? কোন মোডে ফোন রাখলে বাড়বে ব্যাটারি লাইফ? জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Battery Life: আসলে আমাদের ফোনে একটা মোড থাকে। আর সেই মোডে ফোন রাখলে এর ব্যাটারি লাইফ বেড়ে যায়। জেনে নেওয়া যাক সেই মোডটির বিষয়ে।
advertisement
advertisement
advertisement
ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য কোন মোড ব্যবহার করতে হবে? অনেকেই হয়তো জানেন না যে, ফোনে একটা মোড থাকে, যার জন্য ১ দিনের বদলে ২ দিন যাবে ফোনের ব্যাটারি বা চার্জ। হ্যাঁ, আমরা সেই Battery Saver Mode-এর কথাই বলছি। এই মোড অন করে রাখলে ফোনের ব্যাটারির আয়ু বাড়ে। এই মোডে অবশ্য ফোনের কিছু ফাংশন এবং অ্যাপ লিমিটেড থাকে। যা ব্যাটারির কনজাম্পশন বা ব্যাটারির খরচ অনেকটাই কমিয়ে দেয়।
advertisement
Battery Saver Mode অন করে রাখার জন্য প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। এরপর Battery অথবা Power অপশনে ক্লিক করতে হবে। এবার ব্যবহারকারী দেখতে পাবেন Battery Saver অপশন। এরপর সেটি অন করে দিতে হবে। আর অন করার পরেই ব্যবহারকারীর ফোন কিছু ফাংশনকে সীমিত করে দেবে। এর মধ্যে অন্যতম হল, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করা, স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দেওয়া এবং কিছু নোটিফিকেশন ব্লক করে দেওয়া। এতে ব্যাটারির খরচ কমবে এবং ফোনের ব্যাটারি প্রায় ২ দিন পর্যন্ত থেকে যাবে।
advertisement
advertisement
চার্জিং অপ্টিমাইজ: HONOR PH-এর মতে, ফোনে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা উচিত নয়। কিংবা দীর্ঘক্ষণ তা প্লাগে বসিয়ে রাখাও ঠিক নয়। আসলে ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া উচিত নয় ফোন। এছাড়া, ফোন চার্জ করার সময় এর কেস বার করে নিতে হবে। এমনটা করলে চার্জিংয়ের সময় ফোনের তাপ দূর হয়ে যায়। এটি চার্জিং এফিশিয়েন্সি বাড়াতে পারে।