Apple Security Alert: iPhone ব্যবহারকারীরা সাবধান! অ্যাপলের জরুরি সতর্কতা, সুরক্ষিত থাকতে এখনই বদলে নিন এই সেটিংস
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Apple Security Alert: iPhone ও iPad ব্যবহারকারীদের জন্য বড় সতর্কতা জারি করল অ্যাপল। Safari ও WebKit-এর জিরো-ডে দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা ডিভাইস হ্যাক করতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই ডিভাইসগুলি এই নিরাপত্তা হুমকির জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ:- iPhone 11 এবং পরবর্তী সকল মডেল- iPad Pro ১২.৯ইঞ্চি (তৃতীয় প্রজন্ম এবং পরবর্তী মডেল)- iPad Pro ১১ইঞ্চি (প্রথম প্রজন্ম এবং পরবর্তী মডেল)- iPad Air (তৃতীয় প্রজন্ম এবং পরবর্তী মডেল)- iPad (অষ্টম প্রজন্ম এবং পরবর্তী মডেল)- iPad mini (পঞ্চম প্রজন্ম এবং পরবর্তী মডেল)
advertisement
advertisement
advertisement
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কার্ট নুটসনের মতে:- নিজের সমস্ত অ্যাপল ডিভাইসে স্বয়ংক্রিয় আপডেট চালু রাখতে হবে।- অজানা SMS, WhatsApp, Telegram অথবা ই-মেল লিঙ্কগুলিতে ক্লিক করা যাবে না।- যদি কোনও ওয়েবসাইট পরিদর্শন করার প্রয়োজন হয়, তাহলে লিঙ্কটিতে ট্যাপ করার পরিবর্তে নিজেই ঠিকানাটি টাইপ করতে হবে।- নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করতে হবে।- সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত তথ্য সীমিত রাখতে হবে।
advertisement








