iPhone 17 সিরিজে নতুন চমক, থাকছে A19 চিপ ও ২৪MP ক্যামেরা সেলফি, দাম কত হতে পারে ভারতে? জেনে নিন বিশদে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
এবার Apple এই নতুন সিরিজে চারটি মডেল লঞ্চ করতে পারে। যার মধ্যে থাকতে পারে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air।
iPhone-প্রেমীদের জন্য দারুণ খবর! শীঘ্রই Apple-এর নতুন iPhone 17 সিরিজ লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই সারা বিশ্বের প্রযুক্তি জগতে এটি নিয়ে অজস্র আলোচনা চলছে। আর লঞ্চের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে এর ফিচার এবং দাম নিয়ে জল্পনার নিত্য রিপোর্ট। তেমনই এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার Apple এই নতুন সিরিজে চারটি মডেল লঞ্চ করতে পারে। যার মধ্যে থাকতে পারে iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max এবং iPhone 17 Air।
advertisement
Apple সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন লঞ্চ করে থাকে। তাই, মনে করা হচ্ছে যে, চলতি বছরেও তার অন্যথা হবে না। অর্থাৎ সেপ্টেম্বর মাসেই বাজারে এসে যাবে iPhone 17 সিরিজ। গত বছর ৯ সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল iPhone 16। তাই এইবারও অনেকেই মনে করছেন যে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লঞ্চ হতে পারে iPhone 17 সিরিজ।
advertisement
আর দামের কথা বলতে গেলে, ভারতে iPhone 17-এর দাম শুরু হতে প্রায় ৭৯,৯০০ টাকা থেকে। একই সঙ্গে, বরাবরের মতোই এই সিরিজের Pro এবং Pro Max মডেলের দাম এর তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক বিশেষজ্ঞরা আবার মনে করছেন যে, চিনে বাণিজ্য শুল্কের পরিবর্তন এবং আগের তুলনায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই iPhone-এর মূল্য বৃদ্ধি পেতে পারে।
advertisement
তবে এবারের বিশেষত্ব হল - Apple সমস্ত মডেলের ক্ষেত্রেই অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এতদিন এই ফ্রেমটি কেবল বেস মডেলের ক্ষেত্রেই পাওয়া যেত। অন্যদিকে Pro মডেলগুলিতে স্টিল বা টাইটানিয়াম ব্যবহার করা হত। এবারে এই পরিবর্তন করার ফলে ফোনটি হালকা এবং আরও শক্তিশালী হয়ে উঠবে। আর সিরিজের সমস্ত ফোনকেই একটা স্টাইলিশ লুক দেবে।
advertisement
ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে? শোনা যাচ্ছে যে, Apple এবার ক্যামেরা কোয়ালিটিতে বেশ বড়সড় আপগ্রেড আনতে পারে। এর ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ২৪ মেগাপিক্সেল পর্যন্ত করা যেতে পারে, এতে সেলফির রেজলিউশন আগের তুলনায় আরও ভাল হবে। একই সঙ্গে ফোনের রিয়ার ক্যামেরায় (Pro মডেলের ক্ষেত্রে) তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। যার মধ্যে ওয়াইড, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স থাকবে।
advertisement