Apple iPhone 16 vs Google Pixel 9: ভেবে দেখুন! কোনটা কিনবেন Apple iPhone 16 নাকি Google Pixel 9, জানুন ফিচার ও দামের ফারাক
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Apple iPhone 16 vs Google Pixel 9: Pixel 9-এর হাত ধরে সেরা জায়গা ধরে রেখেছে Google। কিন্তু অন্যদিকে ভ্যানিলা iPhone 16-এ নতুন কিছু পরিবর্তন এনেছে Apple।
advertisement
advertisement
ডিজাইন ও ডিসপ্লে:iPhone 16-এর লুক এবং ফিল এর আগের সিরিজের ফোনের মতোই। তবে Google-এর লেটেস্ট পিক্সেল ফোনে আনা হয়েছে নতুন ডিজাইন। Pixel 9-এ রয়েছে আরও বেশি কার্ভ। এর ফিল অনেকটা iPhone-এর মতোই। iPhone 15 Pro মডেলগুলির মতোই অ্যাকশন বাটন রয়েছে iPhone 16-এ। তবে যোগ করা হয়েছে একটি নতুন ক্যাপাসিটিভ Camera Control বাটন।
advertisement
বিল্ড কোয়ালিটির দিক থেকে উভয় ডিভাইসের ফিলই অনেকটা প্রিমিয়াম। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে রয়েছে গ্লাস ব্যাক। iPhone 16-এ রয়েছে ম্যাট ফিনিশ আর Pixel-এ আছে গ্লসি ব্যাক। উভয় ফোনেই রয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। iPhone 16-এ রয়েছে 60Hz ৬.১ ইঞ্চি OLED স্ক্রিন। আর Pixel 9-এ রয়েছে ৬.৩ ইঞ্চি OLED স্ক্রিন।
advertisement
advertisement
advertisement
advertisement
ক্যামেরা:iPhone 16-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। যা আগের বছরের মতোই রয়েছে। Google-ও বজায় রেখেছে একই ফর্মুলা। Pixel 9-এ রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। অর্থাৎ থাকছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স।
advertisement