iPhone14 লঞ্চের পরই হুড়হুড় করে দাম কমল iPhone13 এবং iPhone12-র! হল ব্যাপক সস্তা
- Published by:Pooja Basu
Last Updated:
নতুন iPhone 14 লঞ্চের সঙ্গে কোম্পানির আগের iPhone 13 এবং iPhone 12 এর দাম কমানো হয়েছে। Apple iPhone 13 প্রায় ১০ টাকা কম হয়েছে। iPhone 12 এর দামও কমানো হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই হল নতুন আইফোনের দাম: অ্যাপল এই ইভেন্টে iPhone 14 সিরিজের 4 মডেলের iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এনেছে। ভারতে iPhone 14 এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা, যা এর বেস ভেরিয়েন্ট 128GB এর জন্য। এছাড়াও, 256GB iPhone 14-এর দাম ৮৯৯০০ টাকা এবং 512GB-এর দাম ১০৯৯০০ টাকা।
advertisement
Apple iPhone 14 Plus এর মূল্য ৮৯৯০০ টাকা যা এর বেস মডেল 128GB ভেরিয়েন্টের জন্য। এছাড়া এর 256GB এর দাম রাখা হয়েছে ৯৯৯০০ টাকা এবং 512GB এর দাম রাখা হয়েছে ১০৯৯০০ টাকা। Apple iPhone 14 Pro-এর প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১২৯৯০০ টাকা এবং iPhone 14 Pro Max-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১৩৯৯০০ টাকা।