

•Great Indian Festival ও Amazon Wow Salary Days Sale-এর পর আবারও অফার নিয়ে হাজির হয়েছে ই-কমার্স সংস্থা Amazon। ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট টিভি-সহ একাধিক জিনিসে মিলছে আকর্ষণীয় ছাড়। ইতিমধ্যেই সেল শুরু হয়ে গিয়েছে Amazon-এর অ্যাপে ও ওয়েবসাইটে। ৪০ শতাংশ ছাড় মিলছে স্মার্টফোনে ও ৩০ শতাংশ ছাড় মিলছে ল্যাপটপে। তবে, এই সেল বিশেষ কিছু প্রোডাক্টের উপরেই শুধু ছাড় দিচ্ছে। কারণ বেশিরভাগ প্রোডাক্টেই পুরনো দাম দেখাচ্ছে। দেখে নেওয়া যাক কী কী প্রোডাক্টে কী কী অফার দেওয়া হচ্ছে-


•Samsung M51৭০০০ mAh ব্যাটারি, ৬৪ মেগাপিক্সেল রিয়ার প্রাইমারি ক্যামেরা, ৬.৭ ইঞ্চি FHD+ Super AMOLED Infinity-O ডিসপ্লে রয়েছে Samsung M51-এ। যার বর্তমান দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। Samsung-এর এই ফোন Amazon-এর এই সেলে পাওয়া যাচ্ছে ২২ হাজার ৯৯৯ টাকায়। পাশাপাশি এই ফোনে মিলছে ১০ হাজার ৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।


•Xiaomi Redmi Note 9 Pro4GB RAM ও 64GB ইন্টারনাল মেমোরি রয়েছে Xiaomi-র এই ফোনে। দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। এই ফোনে এক্সচেঞ্জ অফার মিলছে ১১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। যদি বর্তমান ফোনটি খুব ভালো অবস্থায় থাকে, তা হলে এই অফার অনায়াসেই পাওয়া যেতে পারে।


•OnePlus 8TOnePlus 8T-এর আসল দাম ৪২ হাজার ৯৯৯ টাকা। Amazon এই ফোনে কোনও ডিসকাউন্ট না দিলেও HDFC Bank Credit Card, Credit EMI ও Debit EMI দিয়ে এই ফোন কিনলে মিলতে পারে ২০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। পাশাপাশি HDFC Bank Dedit Card থেকে কেনাকাটা করলে মিলবে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এই ফোনে মিলবে ১০ হাজার ৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।


•OnePlus Nord8GB RAM ও 128GB স্টোরেজের এই ফোনের দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। Amazon-এর তরফে এই ফোনের উপরে ছাড় দেওয়া হচ্ছে। HDFC Bank Credit Card, Credit EMI ও Debit EMI দিয়ে কেনাকাটা করলে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলতে পারে। রয়েছে ১০ হাজার ৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।


•Redmi 9 PrimeRedmi 9 Prime-এও মিলছে অফার। 4GB RAM ও 64GB স্টোরেজের এই ফোন বর্তমানে Amazon-এ পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৯৯ টাকায়।


•HP Pavilion Gaming (DK0268TX) Laptop15.6 ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ৬৩ হাজার ৯৯০ টাকায়। i5 প্রসেসর, 8GB ও 512GB SSD, Windows 10 Home ও 4GB NVIDIA GeForce GTX 1650 গ্রাফিক্স কার্ড মিলছে এই ল্যাপটপে।


•Dell G3 3500 Gaming Laptopঅফার রয়েছে Dell G3 3500 gaming laptop-এও। 15.6 ইঞ্চি ১২০ Hz FHD display রয়েছে এই ল্যাপটপে। রয়েছে 8GB RAM ও 1TB SSD। সঙ্গে 10th Gen i5 প্রসেসর ও Windows 10। এই ল্যাপটপটি অফারে মিলছে ৭২ হাজার ৯৯০ টাকায়।


•HP Pavilion x360HP-র এই ল্যাপটপটিতে রয়েছে টাচস্ক্রিনের সুবিধা। রয়েছে FHD 14 ইঞ্চি স্ক্রিন। 10th-gen Core i7 প্রসেসর, 8GB RAM ও 512GB SSD সঙ্গে Windows 10 Home দেওয়া এই ল্যাাপটপটি Amazon-এ পাওয়া যাচ্ছে ৭৪ হাজার ৯৯০ টাকায়। প্রত্যেকটি ল্যাপটপেই এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে Amazon-এর তরফে। কোনও ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে না।