এয়ারটেল (Airtel) নিজের গ্রহাকদের জন্য নিত্য নতুন সস্তার প্ল্যান নিয়ে আসছে। কোম্পানি প্ল্যানগুলিকে বেশ কিছু ক্যাটেগরিতে ভাগ করে রেখেছে, যার মধ্যে রয়েছে truly unlimited, smart recharge, data, talktime। স্মার্টরিচার্জের মধ্য যে প্ল্যানগুলির মধ্যে রয়েছে ৭৯ টাকার রিচার্জ।
advertisement
2/5
এই প্ল্যানের বিশেষত্ব এটা যে কম দামে টকটাইমের সঙ্গে রয়েছে মোবাইলের ডেটাও। জেনে নিন এই ৭৯ টাকা প্ল্যানের বেনিফিটগুলি
advertisement
3/5
৭৯ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন ৬৪ টাকার টকটাইম আর সঙ্গে রয়েছে ২০০এমবি-র ইন্টারনেট ডেটা। এই প্ল্যানে গ্রাহকরা ৬০ পয়সা প্রতি মিনিটে লোকাল/STD/LL কল করতে পাড়বেন। এই প্ল্যানের ভ্যালিডিটি বা মেয়াদ ২৮ দিনের।
advertisement
4/5
২৫১ টাকার প্ল্যান - এয়ারটেলের ডেটা প্ল্যানের মধ্যে রয়েছে ২৫১ টাকার রিচার্জ। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০জিবি ডেটা। এই প্ল্যানের নিজের কোনও ভ্যালিডিটি নেই। অন্য যে কোনও প্ল্যানের উপরে বুস্টার প্ল্যান হিসাবে কাজ করবে এই ২৫১ টাকার প্ল্যানটি।
advertisement
5/5
এই প্ল্যানটির সঙ্গে কোনও ভয়েস কলিং বা এসএমএস -এর সুবিধা নেই। বেস প্ল্যানের কলিং সুবিধাই পাবে গ্রাহকরা। এই প্ল্যানের আলাদা কোনও মেয়াদ বা ভ্যালিডিটিও নেই। ফোনের বেস প্ল্যানের ভ্যালিডিটি যত দিন ততদিনই এই অ্যাড অন প্ল্যানের মেয়াদ। তাই আপনি যদি কম দামে বেশি ডেটা প্ল্যান চান তাহলে এটা ভাল অপশন।