Airtel-এর নতুন প্ল্যান! মাত্র ৬৫ টাকায় পেয়ে যান ৪জিবি ডেটা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
গ্রাহকেরা যদি এয়ারটেলের ৬৫ টাকার এই প্ল্যান Airtel Thanks App-এর মাধ্যমে রিচার্জ করেন, তা হলে তাঁরা অতিরিক্ত ২জিবি ডেটার সুবিধা পাবেন।
জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল লঞ্চ করেছে নতুন ৪জি ডেটা ভাউচার প্ল্যান। এয়ারটেলের এই নতুন ৪জি ডেটা ভাউচার প্ল্যানের দাম মাত্র ৬৫ টাকা। এই ৬৫ টাকার প্ল্যান শুধুমাত্র সেই সকল গ্রাহকের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাঁরা ভ্যালিডিটির কথা বিশেষ করে ভাবেন। এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানে গ্রাহকদের ৪ জিবি ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানের সকল খুঁটিনাটি—
advertisement
advertisement
এয়ারটেলের ৬৫ টাকার প্ল্যান হল একটি ডেটা ভাউচার প্ল্যান। এতে অন্য কোনও সুবিধা পাওয়া যাবে না। এয়ারটেলের এই ৬৫ টাকার প্ল্যানে ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে না। তবে অন্য একটি সুবিধা রয়েছে এই প্ল্যানের। গ্রাহকদের ফোনে অন্য প্ল্যানের ভ্যালিডিটি যতদিন রয়েছে, এই প্ল্যানের ভ্যালিডিটিও ততদিন থাকবে।
advertisement
advertisement
advertisement