Air Cooler: গরমে ঘর হবে কাশ্মীরের মতো বরফ ঠান্ডা, পকেটেও চাপ পড়বে না, সস্তার কুলার আনুন
- Published by:Pooja Basu
- trending desk
Last Updated:
আবার অনেকের এসি কেনারও সামর্থ্য থাকে না। ফলে অসহনীয় গরমেই কোনওক্রমে দিন কাটাতে হচ্ছে। তবে মুক্তির উপায় রয়েছে। কিনে নেওয়া যেতে পারে এয়ার কুলার।
তীব্র গরমের দাপটে নাজেহাল মানুষ। এই পরিস্থিতিতে পাখার হাওয়াও যেন গায়ে লাগছে না। আবার অনেকের এসি কেনারও সামর্থ্য থাকে না। ফলে অসহনীয় গরমেই কোনওক্রমে দিন কাটাতে হচ্ছে। তবে মুক্তির উপায় রয়েছে। কিনে নেওয়া যেতে পারে এয়ার কুলার। দামও বেশ কম আর ঠান্ডা হাওয়াও মিলবে। দেখে নেওয়া যাক ভাল মানের সস্তা কিছু কুলার। আর সবথেকে বড় কথা হল, ডিসকাউন্টে মিলছে এইসব কুলার।
advertisement
advertisement
advertisement
advertisement
V-Guard Arido P22H-N Personal Air Cooler:প্রায় ২২ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন সাদা এবং পার্পল বেরি রঙের এই এয়ার কুলারটি দেখতেও ভারি সুন্দর, আর দারুণ কার্যকরীও বটে। আর মজার বিষয় হল, এই ফ্রিস্ট্যান্ডিং টাইপ এয়ার কুলারটিকে সহজেই ঘরের যে কোনও প্রান্তে নিয়ে যাওয়া যেতে পারে। কারণ এতে শক্তিশালী উপাদান দিয়ে তৈরি চাকা রয়েছে। যা এটিকে সহজেই বহনযোগ্য করে তোলে। এখানেই শেষ নয়, এই এয়ার কুলারটিতে মশা এবং ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার ফিল্টারও রয়েছে। অ্যামাজনে এটি মিলছে মাত্র ৫৮৫০ টাকায়।
advertisement
