AC Safety Tips in Monsoon: একধাক্কায় কমবে বিদ্যুতের বিল, মাসে মাসে গুনতে হবে না মোটা টাকা, ভুলেও বর্ষায় করবেন না ৫ কাজ, AC বিগড়ে গেলেই চরম ক্ষতি!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
AC Safety Tips in Monsoon: বৃষ্টির সময়ও এসি সার্ভিসিং করা উচিত। যদি কোনও বড় সমস্যা হয়, আপনি এটি করানোর সময়েই জানতে পারবেন এবং বিশাল খরচ থেকে রক্ষা পাবেন।
advertisement
বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হল গরম থেকে স্বস্তি পেলেও শরীর যেন সবসময় আঠালো ও চিটচিটে থাকে। এমন পরিস্থিতিতে এক মুহূর্তও এসি চালানো ছাড়া আর কোনও অপশন থাকে না। তবে আপনি কি জানেন ক্রমাগত এসি ব্যবহার করলে বর্ষাকালেও আপনার এসি নষ্ট হয়ে যেতে পারে। বর্ষাকালে কীভাবে এসির যত্ন নেবেন তা জেনে নিলেই মাসে মাসে গুনতে হবে না মোটা টাকা৷
advertisement
advertisement
advertisement
বৃষ্টির সময় কারেন্টের সমস্যাও বেশি বাড়ে। এমন পরিস্থিতিতে এসি চালু থাকলে ক্ষতির আশঙ্কা থাকে। আকস্মিকভাবে এসি বন্ধ হয়ে যাওয়ার কারণে এটি হয়৷ তাই সরাসরি সুইচ বোর্ডে লাগিয়ে এসি ব্যবহার করা এড়ানো উচিত। এটা ভাল যে আপনি একটি স্টেবিলাইজার ব্যবহার করুন যাতে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণে থাকে এবং ভোল্টেজ ওঠানামা না হয়। এটি বাড়ির ইলেকট্রনিক্সের জন্য ক্ষতিকারক হতে পারে।
advertisement
advertisement