Air Conditioner: লোডশেডিংয়ের জেরে এসি চালানোই দায়! বাড়িতে জেনারেটর দিয়ে কি AC চালানো সম্ভব? জানুন খুঁটিনাটি
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Air Conditioner: বাজারে যে সমস্ত জেনারেটর পাওয়া যায়, সেগুলি মূলত ০.৭৫ কিলোওয়াট থেকে ৩০০ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন হয়। ক্ষমতা বা পাওয়ারের উপর ভিত্তি করে এই সব জেনারেটর ডিজেল খরচ করে।
advertisement
বর্তমানে বাজারে স্বয়ংক্রিয় বা অটোমেটিক এবং ম্যানুয়াল অপারেটিংয়ের ভিন্ন ভিন্ন লোডের জেনারেটর পাওয়া যায়। কিন্তু ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর ব্যবহার করে কি এয়ার কন্ডিশনার বা এসি চালানো যাবে? আজ এই বিষয়েই আলোচনা করা যাক। আসলে এই প্রসঙ্গে জানা থাকলে বাড়ির লোড অনুযায়ী জেনারেটর কিনে নেওয়া যাবে।
advertisement
বলে রাখা ভাল, বাজারে যে সমস্ত জেনারেটর পাওয়া যায়, সেগুলি মূলত ০.৭৫ কিলোওয়াট থেকে ৩০০ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন হয়। ক্ষমতা বা পাওয়ারের উপর ভিত্তি করে এই সব জেনারেটর ডিজেল খরচ করে। যদি বাড়ির লোড বেশি হয় আর সেখানে কম ক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবহার করা হয়, তাহলে জেনারেটরটি দ্রুত নষ্ট হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









