Air Conditioner: লোডশেডিংয়ের জেরে এসি চালানোই দায়! বাড়িতে জেনারেটর দিয়ে কি AC চালানো সম্ভব? জানুন খুঁটিনাটি
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Air Conditioner: বাজারে যে সমস্ত জেনারেটর পাওয়া যায়, সেগুলি মূলত ০.৭৫ কিলোওয়াট থেকে ৩০০ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন হয়। ক্ষমতা বা পাওয়ারের উপর ভিত্তি করে এই সব জেনারেটর ডিজেল খরচ করে।
পাওয়ার কাট বা লোডশেডিংয়ের সমস্যা হামেশাই দেখা যায়। এই সমস্যা এড়ানোর জন্য কারখানা, হাসপাতাল এবং দোকানগুলিতে জেনারেটর ব্যবহার করা হয়। এমনকী বাড়িতেও জেনারেটর ইনস্টল করা হয়। আসলে বিদ্যুৎ সরবরাহে যেন ব্যাঘাত না ঘটে, তার জন্যই মূলত জেনারেটর ব্যবহৃত হয়।
advertisement
বর্তমানে বাজারে স্বয়ংক্রিয় বা অটোমেটিক এবং ম্যানুয়াল অপারেটিংয়ের ভিন্ন ভিন্ন লোডের জেনারেটর পাওয়া যায়। কিন্তু ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জেনারেটর ব্যবহার করে কি এয়ার কন্ডিশনার বা এসি চালানো যাবে? আজ এই বিষয়েই আলোচনা করা যাক। আসলে এই প্রসঙ্গে জানা থাকলে বাড়ির লোড অনুযায়ী জেনারেটর কিনে নেওয়া যাবে।
advertisement
বলে রাখা ভাল, বাজারে যে সমস্ত জেনারেটর পাওয়া যায়, সেগুলি মূলত ০.৭৫ কিলোওয়াট থেকে ৩০০ কিলোওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন হয়। ক্ষমতা বা পাওয়ারের উপর ভিত্তি করে এই সব জেনারেটর ডিজেল খরচ করে। যদি বাড়ির লোড বেশি হয় আর সেখানে কম ক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবহার করা হয়, তাহলে জেনারেটরটি দ্রুত নষ্ট হয়ে যাবে।
advertisement
একটি ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর কত পরিমাণ ডিজেল ব্যবহার করে? এই ধরনের জেনারেটর প্রতি ঘণ্টায় প্রায় ১ লিটার ডিজেল খরচ করে। অন্য দিকে, একটি ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবহার করে ফ্রিজ, টিভি, পাখা, টিউবলাইট এবং বাল্ব-সহ বাড়ির অধিকাংশ বৈদ্যুতিক সরঞ্জাম চালানো সম্ভব।
advertisement
কীভাবে ৫ কিলোওয়াট জেনারেটর ব্যবহার করে এসি চালানো যাবে? ব্যবহারকারীর বাড়িতে যদি একাধিক এয়ার কন্ডিশনার থাকে, তাহলে সেগুলি ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবহার করে চালানো যাবে না।
advertisement
তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখা দরকার। কারণ এই অবস্থায় শুধুমাত্র ১.৫ টন ক্ষমতাবিশিষ্ট একটি এয়ার কন্ডিশনারই চালানো সম্ভব। তবে ভুললে চলবে না যে, এয়ার কন্ডিশনারটি যদি ১.৫ টনের বেশি ক্ষমতাসম্পন্ন হয়, তাহলে সেটি ৫ কিলোওয়াট জেনারেটর ব্যবহার করে চালানো যায় না।
advertisement
৫ কিলোওয়াট জেনারেটর ব্যবহার করে বেশি লোডের এসি চালালে কী হতে পারে? ৫ কিলোওয়াট জেনারেটর ব্যবহার করে বেশি লোডের এয়ার কন্ডিশনার যদি চালানো হয়, তাহলে নিশ্চিত ভাবেই জেনারেটরটি নষ্ট হয়ে যাবে।
advertisement