বর্ষাকালে এই ছোট্ট ভুল করলেই AC শেষ! বাড়ির এসি ভাল রাখতে জেনে নিন

Last Updated:
Air Conditioner Outdoor unit in Monsoon: বর্ষার সময় এই ছোট্ট ভুল করলেই এসি খারাপ!
1/6
এতদিন তো নিশ্চয়ই দেদার চালিয়েছেন এসি। তবে এখন বর্ষাকাল। বাড়ির এসি এখন কিছুটা হলেও কম চলবে নিশ্চয়ই! তবে বর্ষার এই সময়টাতে ছোট্ট একটা ভুলে এসি খারাপ হয়ে যেতে পারে।
এতদিন তো নিশ্চয়ই দেদার চালিয়েছেন এসি। তবে এখন বর্ষাকাল। বাড়ির এসি এখন কিছুটা হলেও কম চলবে নিশ্চয়ই! তবে বর্ষার এই সময়টাতে ছোট্ট একটা ভুলে এসি খারাপ হয়ে যেতে পারে।
advertisement
2/6
বর্ষার আগমনের ফলে বাইরের বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই কারণেই এসির হাওয়া আরও মনোরম অনুভব হয়ে ওঠে। এসির শুষ্ক বাতাস ঘরের আর্দ্রতা দূর করে। ফলে ঘরে আর্দ্রতা থাকে না।
বর্ষার আগমনের ফলে বাইরের বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়। এই কারণেই এসির হাওয়া আরও মনোরম অনুভব হয়ে ওঠে। এসির শুষ্ক বাতাস ঘরের আর্দ্রতা দূর করে। ফলে ঘরে আর্দ্রতা থাকে না।
advertisement
3/6
বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া দিতে থাকে তা হলে এসি-র আউটডোর ইউনিট দেখে রাখতে হবে। সেটাই খুব গুরুত্বপূর্ণ।
বৃষ্টির সঙ্গে যদি ঝোড়ো হাওয়া দিতে থাকে তা হলে এসি-র আউটডোর ইউনিট দেখে রাখতে হবে। সেটাই খুব গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
বর্ষাকালে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিলে অনেক সময় ধূলো বালি আউটডোর ইউনিটের কন্ডেনশর কয়েল ব্লক করে দিতে পারে। এতে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে।
বর্ষাকালে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিলে অনেক সময় ধূলো বালি আউটডোর ইউনিটের কন্ডেনশর কয়েল ব্লক করে দিতে পারে। এতে এসির কুলিং ক্ষমতা কমে যেতে পারে।
advertisement
5/6
বর্ষার এই সময় গাছের পাতা উড়ে এসেও আউটডোর ইউনিটের কন্ডেনশন ব্লক করতে পারে। সব সময় আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার রাখা উচিৎ।
বর্ষার এই সময় গাছের পাতা উড়ে এসেও আউটডোর ইউনিটের কন্ডেনশন ব্লক করতে পারে। সব সময় আউটডোর ইউনিটের চারপাশ পরিষ্কার রাখা উচিৎ।
advertisement
6/6
আউটডোর পাখার ব্লেড এই বর্ষাকালে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় জল, নোংরা ঢুকে এয়ার ফিল্টার খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে।
আউটডোর পাখার ব্লেড এই বর্ষাকালে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় জল, নোংরা ঢুকে এয়ার ফিল্টার খারাপ হওয়ারও সম্ভাবনা থাকে।
advertisement
advertisement
advertisement