AC Car Mileage: গাড়িতে AC চালালে কতটা পেট্রল-ডিজেল পোড়ে! 'এই' উপায়ে চালালে দুর্দান্ত মাইলেজ! তেলের খরচ কমে অর্ধেক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Car mileage while using AC: গাড়িতে এসি ব্যবহার করলে তেল অনেক বেশি খরচ হয়। গরমে গাড়িতে এসি ব্যবহার করলে কেমন মাইলেজ দেয়? গাড়িতে AC চালালে কতটা পেট্রল-ডিজেল পোড়ে? জানুন...
advertisement
advertisement
*গাড়িতে এসি ব্যবহার করলে ইঞ্জিনের ওপর বাড়তি লোড পড়ে। এসি ব্যবহার করার জন্য কম্প্রেসার পাওয়ারের প্রয়োজন হয় এবং এটি ক্রস ইঞ্জিন থেকেই আসে। আপনি যখন গাড়িতে এসি ব্যবহার করেন তখন ইঞ্জিনকে বেশি শক্তি উৎপন্ন করতে হয়, যার কারণে ইঞ্জিন বেশি জ্বালানি খরচ করে। এটি ইঞ্জিনের উপর অতিরিক্ত লোড চাপিয়ে দেয়, যা গাড়ির মাইলেজ হ্রাস করতে পারে (এসি কার ফুয়েল এফিসিয়েন্সি)। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*মাইলেজ উপর প্রভাবঃ গাড়িতে এসি ব্যবহার করলে গাড়ির মাইলেজ ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমানো যায়। এটা নির্ভর করে এসির সেটিং এবং ড্রাইভিং কন্ডিশনের উপর। আপনি যদি বেশি গতিতে গাড়ি চালান তাহলে এসির প্রভাব বেশি হয়, কারণ ইঞ্জিনকে হাই আরপিএমে কাজ করতে হয়। একইসঙ্গে কম গতিতে গাড়ি চালানোর সময় এসির প্রভাব কিছুটা কমলেও কিছুটা ক্ষতি হয়। সংগৃহীত ছবি।
advertisement
*গাড়ির এসির তাপমাত্রা ঠিক মাত্রায় রাখতে পারেন, যাতে কম্প্রেসার খুব বেশি কাজ না করে। গাড়িতে ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসি ব্যবহার করতে পারবেন। আপনি যদি শহরে গাড়ি চালান তবে যতটা সম্ভব কম গতিতে গাড়ি চালান। এতে এসির প্রেশার কমে এবং মাইলেজের (ফুয়েল এফিসিয়েন্সি টিপস) ওপর খুব বেশি প্রভাব পড়ে না। সংগৃহীত ছবি।
advertisement
