Artificial Intelligence: ২০ বছর আর মাত্র! আপনি কি চাকরি করেন? চাকরির বাজারে আসছে 'বিপদ'! বিরাট সতর্কবার্তা

Last Updated:
Jobs- একজন এআই গবেষকের দাবি, ২০৪৫ সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজই কেড়ে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তিনটি পেশায় মানুষের কাজ তখনও থাকার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
1/6
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের মনে ভয় তো রয়েইছে, গত কয়েক মাসে বিভিন্ন আশঙ্কাও দেখা দিচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এআই ভবিষ্যতে বহু পেশার মানুষের চাকরির জন্য থ্রেট কেড়ে নিতে পারে। আসলে কি তাই?
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের মনে ভয় তো রয়েইছে, গত কয়েক মাসে বিভিন্ন আশঙ্কাও দেখা দিচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এআই ভবিষ্যতে বহু পেশার মানুষের চাকরির জন্য থ্রেট কেড়ে নিতে পারে। আসলে কি তাই?
advertisement
2/6
একজন এআই গবেষকের দাবি, ২০৪৫ সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজই কেড়ে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তিনটি পেশায় মানুষের কাজ তখনও থাকার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
একজন এআই গবেষকের দাবি, ২০৪৫ সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজই কেড়ে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তিনটি পেশায় মানুষের কাজ তখনও থাকার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
advertisement
3/6
সেই এআই বিশেষজ্ঞের নাম অ্যাডাম ডর। ওই বিশেষজ্ঞ ‘দ্য গার্ডিয়ান’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, আর কুড়ি বছরের মধ্যে প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন। কারণ এআই বেশিরভাগ ক্ষেত্রে চাকরির জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। তবে কয়েকটি ক্ষেত্রে এআই-এর প্রভাব থাকবে না। এই যেমন রাজনীতিবিদ, যৌনকর্মী এবং বিচার প্রক্রিয়ার কাজে এআই-এর ভূমিকা থাকবে না।
সেই এআই বিশেষজ্ঞের নাম অ্যাডাম ডর। ওই বিশেষজ্ঞ ‘দ্য গার্ডিয়ান’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, আর কুড়ি বছরের মধ্যে প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন। কারণ এআই বেশিরভাগ ক্ষেত্রে চাকরির জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। তবে কয়েকটি ক্ষেত্রে এআই-এর প্রভাব থাকবে না। এই যেমন রাজনীতিবিদ, যৌনকর্মী এবং বিচার প্রক্রিয়ার কাজে এআই-এর ভূমিকা থাকবে না।
advertisement
4/6
সেই এআই বিশেষজ্ঞ জানিয়েছেন, ডাক্তারি পেশাতেও ভবিষ্যতে এআই-এর প্রভাব থাকবে প্রত্যক্ষ। তবে তিনি আরও জানিয়েছেন, এআই-এর জন্য চাকরির নতুন অনেক পথও খুলবে।
সেই এআই বিশেষজ্ঞ জানিয়েছেন, ডাক্তারি পেশাতেও ভবিষ্যতে এআই-এর প্রভাব থাকবে প্রত্যক্ষ। তবে তিনি আরও জানিয়েছেন, এআই-এর জন্য চাকরির নতুন অনেক পথও খুলবে।
advertisement
5/6
জিওফ্রে হিন্টন, যাঁকে ‘এআইয়ের ঠাকুরদা’ বলা হয়, তিনি অবশ্য জানিয়েছেন, এআই-এর জন্য চাকরির কাঠামোতে বদল হবে। এখন থেকেই তাই তিনি পেশাদার মানুষদের এআই-এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে বলছেন।
জিওফ্রে হিন্টন, যাঁকে ‘এআইয়ের ঠাকুরদা’ বলা হয়, তিনি অবশ্য জানিয়েছেন, এআই-এর জন্য চাকরির কাঠামোতে বদল হবে। এখন থেকেই তাই তিনি পেশাদার মানুষদের এআই-এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে বলছেন।
advertisement
6/6
সারা বিশ্বের চাকরির বাজারে এআই-এর গুরুত্ব যে বাড়ছে তা আর অস্বীকার করার জায়গা নেই। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এআই-এর জন্য চাকরির অনেক নতুন বিকল্প খুলতে পারে।
সারা বিশ্বের চাকরির বাজারে এআই-এর গুরুত্ব যে বাড়ছে তা আর অস্বীকার করার জায়গা নেই। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এআই-এর জন্য চাকরির অনেক নতুন বিকল্প খুলতে পারে।
advertisement
advertisement
advertisement