জিও-র পর এবার বিনামূল্যে প্রতিদিন ২জিবি ডেটা আর আনলিমিটেড কল দিচ্ছে Vodafone

Last Updated:
কীভাবে পাবেন এই অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড কলের সুবিধা জেনে নিন
1/4
প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঘর বন্দি হয়েছে দেশবাসী। আর এই সময় বেশির ভাগ মানুষেরি সময় কাটছে ল্যাপটপে বা ফোন। আবার বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে সবথেকে বেশি দরকার ইন্টারনেট। এবার গ্রাহকদের জন্ত্য সুখবত নিয়ে এল Vodafone Idea।
প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঘর বন্দি হয়েছে দেশবাসী। আর এই সময় বেশির ভাগ মানুষেরি সময় কাটছে ল্যাপটপে বা ফোন। আবার বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে সবথেকে বেশি দরকার ইন্টারনেট। এবার গ্রাহকদের জন্ত্য সুখবত নিয়ে এল Vodafone Idea।
advertisement
2/4
জিও-র পর এবার প্রতিদিন গ্রহাকদের বিনামূল্যে 2GB ডেটা দিচ্ছে Vodafone। আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানা যায়নি। গ্রাহকরা যে কোনও প্ল্যানই ব্যবহার করুকনা কেন, তাঁদের প্লানের ডেটা লিমিত শেষ হয়ে গেলে অতিরিক্ত ২জিবি করে ব্যবহারের সুযোগ দিচ্ছে ভোডাফোন। কীভাবে পাবেন এই অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড জেনে নিন
জিও-র পর এবার প্রতিদিন গ্রহাকদের বিনামূল্যে 2GB ডেটা দিচ্ছে Vodafone। আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে সংস্থাটি। কীভাবে গ্রাহক নির্বাচন করা হচ্ছে জানা যায়নি। গ্রাহকরা যে কোনও প্ল্যানই ব্যবহার করুকনা কেন, তাঁদের প্লানের ডেটা লিমিত শেষ হয়ে গেলে অতিরিক্ত ২জিবি করে ব্যবহারের সুযোগ দিচ্ছে ভোডাফোন। কীভাবে পাবেন এই অতিরিক্ত ডেটা ও আনলিমিটেড জেনে নিন
advertisement
3/4
এর জন্য গ্রহাকদের নিজের ভোডাফোন নম্বর থেকে ১২১৩৬৩ নুম্বার ডায়েল করতে হবে। আর আপনি যদি ওই নির্বাচিত গ্রাহকদের মধ্যে একজন হন, তাহলে এসএমএস-এর মাধ্যমে কোম্পানি আপানাকে তা জানিয়ে দেবে। চেন্নাই, কলকাতা, নয়াদিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা ইতিমধ্যেই অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন।
এর জন্য গ্রহাকদের নিজের ভোডাফোন নম্বর থেকে ১২১৩৬৩ নুম্বার ডায়েল করতে হবে। আর আপনি যদি ওই নির্বাচিত গ্রাহকদের মধ্যে একজন হন, তাহলে এসএমএস-এর মাধ্যমে কোম্পানি আপানাকে তা জানিয়ে দেবে। চেন্নাই, কলকাতা, নয়াদিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা ইতিমধ্যেই অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন।
advertisement
4/4
ইরিমধ্যেই ২৯৯ টাকা, ৪৪৯ টাকা ও ৬৯৯ টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে ভোডাফোন। এছাড়াও লকডাউনের কারণে সব প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ভোডাফোন।
ইরিমধ্যেই ২৯৯ টাকা, ৪৪৯ টাকা ও ৬৯৯ টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে ভোডাফোন। এছাড়াও লকডাউনের কারণে সব প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ভোডাফোন।
advertisement
advertisement
advertisement