AC Monsoon Tips: বৃষ্টির আগে-পরে এসি চালাচ্ছেন? ভ্যাপসা গরমে আরামের জন্য কত ডিগ্রিতে, কোন মোডে চালানো উচিত? টিপস মানলে বিলও আসবে বেশ কম

Last Updated:
AC Monsoon Tips: বর্ষা এলেও গরমের হাত থেকে নিস্তার নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, বর্ষার মরশুমে এসি কোন মোডে চালানো উচিত? আর কোন মোডে এসি চালালেই বা বিদ্যুতের খরচ কম হয়।
1/6
প্রবল গরমে এখনও পুড়ছে উত্তর ভারতের বেশ কিছু অংশ। তীব্র তাপদাহে নাজেহাল সেখানকার বাসিন্দারা। তবে অন্যদিকে ভারতের বহু রাজ্যেই ইতিমধ্যে অবশ্য প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে জোরকদমে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সূর্যের প্রবল খরতাপ থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। আসলে বৃষ্টি আসায় কড়া রোদ আর প্রবল গরমের হাত থেকে স্বস্তি পেয়েছেন মানুষ। কিন্তু এখনও গরমের জ্বালা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি। কারণ বাতাসে থাকা আর্দ্রতার কারণে এখন চিটচিটে গরমে জেরবার হচ্ছেন মানুষ।
প্রবল গরমে এখনও পুড়ছে উত্তর ভারতের বেশ কিছু অংশ। তীব্র তাপদাহে নাজেহাল সেখানকার বাসিন্দারা। তবে অন্যদিকে ভারতের বহু রাজ্যেই ইতিমধ্যে অবশ্য প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে জোরকদমে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সূর্যের প্রবল খরতাপ থেকে কিছুটা হলেও রেহাই মিলেছে। আসলে বৃষ্টি আসায় কড়া রোদ আর প্রবল গরমের হাত থেকে স্বস্তি পেয়েছেন মানুষ। কিন্তু এখনও গরমের জ্বালা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি। কারণ বাতাসে থাকা আর্দ্রতার কারণে এখন চিটচিটে গরমে জেরবার হচ্ছেন মানুষ।
advertisement
2/6
আবহাওয়া ঠান্ডা-ঠান্ডা থাকলেও চিটচিটে গরমের পরিস্থিতিতে এসি চালাতে হচ্ছে। কারণ এসি না চালিয়ে রাখলে ঘরের মধ্যে দমবন্ধ করা পরিস্থিতি, গরম আর ঘামে জেরবার হতে হচ্ছে। অর্থাৎ বর্ষা এলেও গরমের হাত থেকে নিস্তার নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, বর্ষার মরশুমে এসি কোন মোডে চালানো উচিত? আর কোন মোডে এসি চালালেই বা বিদ্যুতের খরচ কম হয়। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
আবহাওয়া ঠান্ডা-ঠান্ডা থাকলেও চিটচিটে গরমের পরিস্থিতিতে এসি চালাতে হচ্ছে। কারণ এসি না চালিয়ে রাখলে ঘরের মধ্যে দমবন্ধ করা পরিস্থিতি, গরম আর ঘামে জেরবার হতে হচ্ছে। অর্থাৎ বর্ষা এলেও গরমের হাত থেকে নিস্তার নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, বর্ষার মরশুমে এসি কোন মোডে চালানো উচিত? আর কোন মোডে এসি চালালেই বা বিদ্যুতের খরচ কম হয়। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/6
বলে রাখা ভাল যে, বর্ষাকালেও ঘরে ঘরে এসি চালাতে হয়। তবে এই সময় এক বিশেষ মোডে এসি চালানো উচিত। আসলে বৃষ্টি-বাদলার দিনে ড্রাই মোডেই চালানো উচিত এসি, যাতে আর্দ্রতার পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। শুধু তা-ই নয়, এই সময় ড্রাই মোডে এসি চালালে বিদ্যুতের বিলের বোঝাও অনেকাংশে কমানো যাবে।
বলে রাখা ভাল যে, বর্ষাকালেও ঘরে ঘরে এসি চালাতে হয়। তবে এই সময় এক বিশেষ মোডে এসি চালানো উচিত। আসলে বৃষ্টি-বাদলার দিনে ড্রাই মোডেই চালানো উচিত এসি, যাতে আর্দ্রতার পরিমাণ কিছুটা হলেও কমানো যায়। শুধু তা-ই নয়, এই সময় ড্রাই মোডে এসি চালালে বিদ্যুতের বিলের বোঝাও অনেকাংশে কমানো যাবে।
advertisement
4/6
কারণ এসি-র ড্রাই মোড বাতাস থেকে আর্দ্রতা দূর করে। সেই সঙ্গে তাপমাত্রা খুব বেশি না কমিয়েও জায়গাটিকে আরামদায়ক ঠান্ডা করে তোলে। আর ড্রাই মোডে এসি চালানো হলে কম্প্রেসারের উপর কম লোড বা চাপ পড়ে, যা শক্তি সাশ্রয় করে।
কারণ এসি-র ড্রাই মোড বাতাস থেকে আর্দ্রতা দূর করে। সেই সঙ্গে তাপমাত্রা খুব বেশি না কমিয়েও জায়গাটিকে আরামদায়ক ঠান্ডা করে তোলে। আর ড্রাই মোডে এসি চালানো হলে কম্প্রেসারের উপর কম লোড বা চাপ পড়ে, যা শক্তি সাশ্রয় করে।
advertisement
5/6
আসলে এসি-র ড্রাই মোড মূলত ডি-হিউমিডিফায়ার হিসেবে কাজ করে। এটি বাতাস থেকে আর্দ্রতা দূর করার উপর মনোনিবেশ করে। আর ঘরের মধ্যে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। আর বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস ঠান্ডা করার জন্য এসি-কে তেমন পরিশ্রম করতে হয় না।
আসলে এসি-র ড্রাই মোড মূলত ডি-হিউমিডিফায়ার হিসেবে কাজ করে। এটি বাতাস থেকে আর্দ্রতা দূর করার উপর মনোনিবেশ করে। আর ঘরের মধ্যে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে। আর বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস ঠান্ডা করার জন্য এসি-কে তেমন পরিশ্রম করতে হয় না।
advertisement
6/6
এটি বিদ্যুৎ খরচ কমাতে পারে। কারণ এক্ষেত্রে কম্প্রেসারকে ঘন ঘন বা তীব্র ভাবে কাজ করতে হয় না। আবার আর্দ্রতা বেশি হলে বাতাস চিটচিটে এবং অস্বস্তিকর হয়ে উঠতে পারে। আর এসি-র ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে তা কমাতে সাহায্য করে। ফলে ঘরের পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে।
এটি বিদ্যুৎ খরচ কমাতে পারে। কারণ এক্ষেত্রে কম্প্রেসারকে ঘন ঘন বা তীব্র ভাবে কাজ করতে হয় না। আবার আর্দ্রতা বেশি হলে বাতাস চিটচিটে এবং অস্বস্তিকর হয়ে উঠতে পারে। আর এসি-র ড্রাই মোড বাতাসের অতিরিক্ত আর্দ্রতা দূর করে তা কমাতে সাহায্য করে। ফলে ঘরের পরিবেশ আরও মনোরম হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement