AC-Ceiling Fan: AC-র সঙ্গে সিলিং ফ্যান চালালেই কমবে বিদ্যুৎ বিল, কিন্তু ঠিক কোন গতিতে! টপ সিক্রেট ৯৯% মানুষই জানেন না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC Electric Bill Savings Tips: প্রবল গরমে এসি-কুলার চালাচ্ছেন? মাত্রাছাড়া বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? এবার টেনশন ছাড়ুন। গরমে থাকুন 'ঠান্ডা ঠান্ডা কুল কুল'!
গ্রীষ্মের মরশুমে রীতিমতো আগুন ঝরাচ্ছে সূর্য। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তীব্র তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে বাইরে কাজে বেরোলে রীতিমতো হাঁসফাঁস দশা হচ্ছে মানুষের। কিন্তু বাড়িতে বসে থাকারও তো জো নেই! কারণ কাজের জন্য বাইরে বেরোতেই হয়। আর তাই এই পরিস্থিতিতে গরমের মরশুমে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘরে ঘরে এসি-র প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।
advertisement
আর টানা তাপপ্রবাহ চলতে থাকলে তো কথাই নেই! দিনে ঘণ্টার পর ঘণ্টা এসি চালিয়ে বসে থাকতে হয়। কিন্তু টানা এসি চালালে এর প্রভাব গ্রাহকের বিদ্যুৎ বিলের উপরেও প্রতিফলিত হতে শুরু করে। আসলে বিদ্যুতের বিল ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই অনেকেই আবার বিদ্যুৎ বিল কমানোর জন্য এসি-র সঙ্গে সঙ্গে ফ্যানও চালিয়ে রাখেন।
advertisement
advertisement
advertisement
এসি-র তাপমাত্রা খুব কম রাখা চলবে না: যাঁরা ২০ অথবা ২২ ডিগ্রি সেলসিয়াসে এসি চালান এবং একসঙ্গে ফ্যানও চালিয়ে রাখেন, তাহলে বিদ্যুতের বিলের বোঝা অনেকাংশে বেড়ে যায়। কেউ যদি নিজের ঘরের এসি স্বাভাবিক ২৮ ডিগ্রি সেলসিয়াসে চালিয়ে রাখেন এবং এর সঙ্গে একটি ফ্যান চালিয়ে রাখেন, তাহলে বিদ্যুতের বিল অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। তাই এরপর থেকে যখনই এসি চালু করা হবে, তখন এর সঙ্গে ফ্যানটিও চালু রাখতে হবে। এতে বিদ্যুতের বিল অনেকটাই কমানো যাবে।