করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘Aarogya Setu’ অ্যাপ এনেছে কেন্দ্র। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ বুঝতে পারবেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কতটা আশঙ্কা রয়েছে। তার জন্য মাপকাঠি হিসাবে ধরা হচ্ছে ব্যবহারকারীর সঙ্গে তাঁর আশেপাশের লোকেদের যোগাযোগের পরিমাণ। ব্লুটুথে কাটিং এজ পদ্ধতি, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এবার একটি নতুন ফিচার ‘delete your data’ যোগ হয়েছে এই কন্টাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতুতে।
নতুন আপডেটের পর এই ফিচারটি যোগ হচ্ছে অ্যাপে। এই ফিচারটির সাহায্যে অ্যাপ ব্যবহারকারীরা আরোগ্য সেতু অ্যাপ থেকে নিজেদের অ্যাকাউন্ট ডিলিট করতে পাড়বে আর সেই সঙ্গে অ্যাপে থাকা সমস্ত সেটাও মুছে ফেলতে পাড়বে। নতুন এই ফিচারটি শুধুমাত্র android গ্রাহকদের জন্য উপলব্ধ করান হয়েছে। কিন্তু iOS-এ এই ফিচারটি delete_account_title নামে পাওয়া যাবে।