Slow Internet Speed: 4G কানেকশন থাকতেও ইন্টারনেট স্পিড স্লো? এই কায়দা শিখে রাখুন

Last Updated:
Slow Internet Speed: 4G কানেকশন রয়েছে ফোনে। তাও ইন্টারনেট স্লো? এই পদ্ধতি কাজে লাগান।
1/5
4G কানেকশন থাকা সত্ত্বেও  স্লো ইন্টারনেট স্পিড (Slow Internet Speed)-এর সমস্যায় জেরবার! তা হলে এই ট্রিক শিখে রাখুন। হাতেনাতে শ ফল পাবেন।
4G কানেকশন থাকা সত্ত্বেও স্লো ইন্টারনেট স্পিড (Slow Internet Speed)-এর সমস্যায় জেরবার! তা হলে এই ট্রিক শিখে রাখুন। হাতেনাতে শ ফল পাবেন।
advertisement
2/5
কিছু ফোনে সিম কার্ড লাগালেই অটোমেটিক সেটিং হয়ে যায়। তবে কিছু ফোনে আবার সেটিং করতে হয় ম্যানুয়ালি। ইন্টারনেট গতি বাড়াতে সেটিংস-এর গুরুত্ব অনেকটাই।
কিছু ফোনে সিম কার্ড লাগালেই অটোমেটিক সেটিং হয়ে যায়। তবে কিছু ফোনে আবার সেটিং করতে হয় ম্যানুয়ালি। ইন্টারনেট গতি বাড়াতে সেটিংস-এর গুরুত্ব অনেকটাই।
advertisement
3/5
সবার আগে ফোনের সেটিংস-এ গিয়ে Preferred Type of Network-এ 4G অথবা LTE বেছে নিতে হবে।
সবার আগে ফোনের সেটিংস-এ গিয়ে Preferred Type of Network-এ 4G অথবা LTE বেছে নিতে হবে।
advertisement
4/5
ইন্টারনেটের গতি বাড়াতে Access Point Network বা APN-এর সেটিং ঠিকঠাক হতে হবে। APN Type-এ default রাখুন। APN protocol -এ ক্লিক করে IPv4/IPv6 অপশন বেছে নিন। APN roaming protocol-এ IPv4/IPv6 অপশন রেখে ওকে করে সেটিং সেভ করে নিন।
ইন্টারনেটের গতি বাড়াতে Access Point Network বা APN-এর সেটিং ঠিকঠাক হতে হবে। APN Type-এ default রাখুন। APN protocol -এ ক্লিক করে IPv4/IPv6 অপশন বেছে নিন। APN roaming protocol-এ IPv4/IPv6 অপশন রেখে ওকে করে সেটিং সেভ করে নিন।
advertisement
5/5
নিয়মিত Cache ক্লিয়ার করতে ভুলবেন না। আনওয়ান্টেড ফাইল অতিরিক্ত জমা হলে ফোন স্রো হবে। অনেক সময় ফোনে কোনও ভিডিও প্লে বা ডাউনলোড করে কাউকে ফোন করলেও ইন্টারনেট স্পিড বেড়ে যায়।
নিয়মিত Cache ক্লিয়ার করতে ভুলবেন না। আনওয়ান্টেড ফাইল অতিরিক্ত জমা হলে ফোন স্রো হবে। অনেক সময় ফোনে কোনও ভিডিও প্লে বা ডাউনলোড করে কাউকে ফোন করলেও ইন্টারনেট স্পিড বেড়ে যায়।
advertisement
advertisement
advertisement