আপনার মোবাইলে নেই তো এই ৩৬টি অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট, রইল তালিকা

Last Updated:
জেনে নিন সেই অ্যাপগুলি কী কী আর ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
1/6
বেশ কিছু বছর ধরে android স্মার্টফোন ম্যালওয়ারের সমস্যা একটু বেশিই দেখা দিচ্ছে। প্রতিদিন খবরে জানা যায় নতুন নতুন ভাইরাসের কথা। আর বিশ্বে বেশির ভাগ মানুষেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন। তাই এখন সবাই স্মার্টফোনের ম্যালওয়ারের বিষয়ে অল্প-বিস্তর ধারণা হয়েই গেছে।
বেশ কিছু বছর ধরে android স্মার্টফোন ম্যালওয়ারের সমস্যা একটু বেশিই দেখা দিচ্ছে। প্রতিদিন খবরে জানা যায় নতুন নতুন ভাইরাসের কথা। আর বিশ্বে বেশির ভাগ মানুষেই অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে থাকেন। তাই এখন সবাই স্মার্টফোনের ম্যালওয়ারের বিষয়ে অল্প-বিস্তর ধারণা হয়েই গেছে।
advertisement
2/6
এ বছর এখনও পর্যন্ত গুগল তাদের প্লে স্টোর থেকে ৩৬টি এমন অ্যাপ্লিকেশনকে সরিয়ে দিয়েছে। ম্যালওয়্যার থাকার কারণে এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে বার করে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলি ফোনের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দিছিল ব্যবহারকারীদের অজান্তেই।  জুলাই মাসে প্লে স্টোরের ১১ টি অ্যাপ কে ইনফেক্ট করেছিল, পরে সেপ্টেম্বর মাসে আরও ৬ টি অ্যাপে এই ম্যালওয়্যারকে খুঁজে পাওয়া যায়।
এ বছর এখনও পর্যন্ত গুগল তাদের প্লে স্টোর থেকে ৩৬টি এমন অ্যাপ্লিকেশনকে সরিয়ে দিয়েছে। ম্যালওয়্যার থাকার কারণে এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে বার করে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলি ফোনের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দিছিল ব্যবহারকারীদের অজান্তেই। জুলাই মাসে প্লে স্টোরের ১১ টি অ্যাপ কে ইনফেক্ট করেছিল, পরে সেপ্টেম্বর মাসে আরও ৬ টি অ্যাপে এই ম্যালওয়্যারকে খুঁজে পাওয়া যায়।
advertisement
3/6
ফের একবার অক্টোবর মাসে ১৭ টি অ্যাপকে জোকার ম্যালওয়্যার খুঁজে পাওয়া গিয়েছিল। প্রতিবারের মতো এবারও জানতে পারার সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে গুগল। তবে সরানোর আগে সেই অ্যাপগুলিকে লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করেছে। আর এর মধ্যে বেশির ভাগ অ্যাপই স্ক্যান জাতিয় অ্যাপ। কিছু মেসেজিং অ্যাপ আর ফটো এডিটর অ্যাপও রয়েছে এই তালিকায়।
ফের একবার অক্টোবর মাসে ১৭ টি অ্যাপকে জোকার ম্যালওয়্যার খুঁজে পাওয়া গিয়েছিল। প্রতিবারের মতো এবারও জানতে পারার সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে সেই অ্যাপগুলিকে সরিয়ে দিয়েছে গুগল। তবে সরানোর আগে সেই অ্যাপগুলিকে লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করেছে। আর এর মধ্যে বেশির ভাগ অ্যাপই স্ক্যান জাতিয় অ্যাপ। কিছু মেসেজিং অ্যাপ আর ফটো এডিটর অ্যাপও রয়েছে এই তালিকায়।
advertisement
4/6
জেনে নিন এ বছর ব্যান হওয়া ৩৬টি জোকার মালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশনের নাম - Princess Salon, Number Coloring, Cats & Cosplay, All Good PDF Scanner, Mint Leaf Message-Your Private Message, Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons, Tangram App Lock, Direct Messenger, Private SMS, One Sentence Translator – Multifunctional Translator, Style Photo Collage, Meticulous Scanner, Desire Translate, Talent Photo Editor – Blur focus, Care Message, Part Message, Paper Doc Scanner, Blue Scanner, Hummingbird PDF Converter – Photo to PDF।
জেনে নিন এ বছর ব্যান হওয়া ৩৬টি জোকার মালওয়ার যুক্ত অ্যাপ্লিকেশনের নাম - Princess Salon, Number Coloring, Cats & Cosplay, All Good PDF Scanner, Mint Leaf Message-Your Private Message, Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons, Tangram App Lock, Direct Messenger, Private SMS, One Sentence Translator – Multifunctional Translator, Style Photo Collage, Meticulous Scanner, Desire Translate, Talent Photo Editor – Blur focus, Care Message, Part Message, Paper Doc Scanner, Blue Scanner, Hummingbird PDF Converter – Photo to PDF।
advertisement
5/6
All Good PDF Scanner, com.imagecompress.android, com.file.recovefiles, Push Message- Texting & SMS, Fingertip GameBox, com.contact.withme.texts, com.cheery.message.sendsms (two different instances), com.LPlocker.lockapps, Safety AppLock, Emoji Wallpaper, com.hmvoice.friendsms, com.peason.lovinglovemessage, com.remindme.alram, Convenient Scanner 2, Separate Doc Scanner।
All Good PDF Scanner, com.imagecompress.android, com.file.recovefiles, Push Message- Texting & SMS, Fingertip GameBox, com.contact.withme.texts, com.cheery.message.sendsms (two different instances), com.LPlocker.lockapps, Safety AppLock, Emoji Wallpaper, com.hmvoice.friendsms, com.peason.lovinglovemessage, com.remindme.alram, Convenient Scanner 2, Separate Doc Scanner।
advertisement
6/6
গুগল এই ৩৫টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে দিলেও, যদি ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ আগের থেকে ইন্সটল করা থাকে তাহলে সেটি এখনও কার্যকরী থাকবে। এই কারণে ব্যবহারকারীরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্মার্টফোন থেকে এই ধরনের অ্যাপগুলিক ডিলিট করে দিন।
গুগল এই ৩৫টি অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে দিলেও, যদি ব্যবহারকারীর ফোনে এই অ্যাপ আগের থেকে ইন্সটল করা থাকে তাহলে সেটি এখনও কার্যকরী থাকবে। এই কারণে ব্যবহারকারীরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের স্মার্টফোন থেকে এই ধরনের অ্যাপগুলিক ডিলিট করে দিন।
advertisement
advertisement
advertisement