KTM RC 390 2022: স্পোর্টস বাইক-এর শখ! রাস্তা দিয়ে চালিয়ে গেলে লোকজন দেখবে এই মোটরসাইকেল

Last Updated:
KTM 2022 RC390: রাস্তা দিয়ে আপনি যখন এই স্পোর্টবাইক চালিয়ে যাবেন, অনেকে দেখবে ঘাড় ঘুরিয়ে।
1/6
KTM India তাদের নতুন মডেল 2022 RC390 ভারতের বাজারে লঞ্চ করেছে। গত বছর এই মডেল গ্লোবালি লঞ্চ হয়েছিল।
KTM India তাদের নতুন মডেল 2022 RC390 ভারতের বাজারে লঞ্চ করেছে। গত বছর এই মডেল গ্লোবালি লঞ্চ হয়েছিল।
advertisement
2/6
KTM RC 390 2022 মডেলের ভারতের বাজারে দাম ৩, ১৩, ৯২২ (এক্স শোরুম)।
KTM RC 390 2022 মডেলের ভারতের বাজারে দাম ৩, ১৩, ৯২২ (এক্স শোরুম)।
advertisement
3/6
ফাইভ-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল, ১৩.৭-লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও উন্নত ও নতুন বৈশিষ্ট্য সহ অনেক আপডেট দেওয়া হয়েছে। এই বাইক দুটি কালার অপশন- কেটিএম অরেঞ্জ এবং কেটিএম ফ্যাক্টরি রেসিং ব্লু ভার্সন-এ লঞ্চ করা হয়েছে।
ফাইভ-স্পোক ব্ল্যাক অ্যালয় হুইল, ১৩.৭-লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও উন্নত ও নতুন বৈশিষ্ট্য সহ অনেক আপডেট দেওয়া হয়েছে। এই বাইক দুটি কালার অপশন- কেটিএম অরেঞ্জ এবং কেটিএম ফ্যাক্টরি রেসিং ব্লু ভার্সন-এ লঞ্চ করা হয়েছে।
advertisement
4/6
নতুন RC390-তে রয়েছে সুইচেবল ABS, লিন-সেনসিটিভ কর্নারিং ABS এবং কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়াও, বাইকটিতে KTM এর QuickShifter Plus স্ট্যান্ডার্ড এবং একটি নতুন TFT স্ক্রিন রয়েছে। এছাড়াও আপনি সামনের ফেয়ারিং এ মাউন্ট করা LED টার্ন ইন্ডিকেটর সহ একটি নতুন ডিজাইন-এর ফুল-এলইডি হেডল্যাম্প পাবেন।
নতুন RC390-তে রয়েছে সুইচেবল ABS, লিন-সেনসিটিভ কর্নারিং ABS এবং কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল। এছাড়াও, বাইকটিতে KTM এর QuickShifter Plus স্ট্যান্ডার্ড এবং একটি নতুন TFT স্ক্রিন রয়েছে। এছাড়াও আপনি সামনের ফেয়ারিং এ মাউন্ট করা LED টার্ন ইন্ডিকেটর সহ একটি নতুন ডিজাইন-এর ফুল-এলইডি হেডল্যাম্প পাবেন।
advertisement
5/6
373 cc সিঙ্গেল-সিলিন্ডার ফুয়েল-ইনজেক্টেড BS-VI কমপ্লায়েন্ট লিকুইড-কুলড ইঞ্জিন পাওয়া যাবে এই মডেলে। এটি আপডেটেড ম্যাপিং এবং ৪০ শতাংশ বড় এয়ারবক্স পাওয়াবে। সাত হাজার rpm এ ৩৭Nm টর্ক থাকছে।সিক্স-স্পীড গিয়ারবক্স থাকবে।
373 cc সিঙ্গেল-সিলিন্ডার ফুয়েল-ইনজেক্টেড BS-VI কমপ্লায়েন্ট লিকুইড-কুলড ইঞ্জিন পাওয়া যাবে এই মডেলে। এটি আপডেটেড ম্যাপিং এবং ৪০ শতাংশ বড় এয়ারবক্স পাওয়াবে। সাত হাজার rpm এ ৩৭Nm টর্ক থাকছে।সিক্স-স্পীড গিয়ারবক্স থাকবে।
advertisement
6/6
কেটিএম-এর একাধিক মডেল ভারতে বেশ জনপ্রিয়। নতুন এই মডেলটিও বাইকপ্রেমীদের দারুন পছন্দ হবে বলে আশা করছেন সংস্থা।
কেটিএম-এর একাধিক মডেল ভারতে বেশ জনপ্রিয়। নতুন এই মডেলটিও বাইকপ্রেমীদের দারুন পছন্দ হবে বলে আশা করছেন সংস্থা।
advertisement
advertisement
advertisement