মনে করা হয়েছিল দেশের হয়ে অলিম্পিক পর্যন্ত রয়ে যাবেন। কিন্তু ইউরো থেকে সুইডেনের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পরেই মত বদল। তাই বেলজিয়াম ম্যাচ খেলতে নামার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এবার থামতে হবে। নিয়মনীতির কোনও দিনই ধারধারেননি তিনি। তাই অবসর নিতেও আর গড়িমসি করলেন না।