‘অনেক খেলেছি, এবার থামতে হবে’ : ইব্রাহিমোভিচ

Last Updated:
বর্ণ হারাচ্ছে বিশ্ব ফুটবল। বুধবার রাতেই শেষ ম্যাচ খেলে ফেললেন জ্লাটান ইব্রাহিমোভিচ।
1/4
বর্ণ হারাচ্ছে বিশ্ব ফুটবল। বুধবার রাতেই শেষ ম্যাচ খেলে ফেললেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ইউরোয় প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। গুরুত্বর বিচারে কিছুই ছিল না ৷ কিন্তু এই ম্যাচ স্মরণীয় হয়ে রইল ইব্রার জন্যই ৷ কারণ এর পর আর মাঠে বল পায়ে জাদু দেখা যাবে না সুইডিশ এই তারকার ৷
বর্ণ হারাচ্ছে বিশ্ব ফুটবল। বুধবার রাতেই শেষ ম্যাচ খেলে ফেললেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ইউরোয় প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। গুরুত্বর বিচারে কিছুই ছিল না ৷ কিন্তু এই ম্যাচ স্মরণীয় হয়ে রইল ইব্রার জন্যই ৷ কারণ এর পর আর মাঠে বল পায়ে জাদু দেখা যাবে না সুইডিশ এই তারকার ৷
advertisement
2/4
শিল্পীদের মৃত্যু হয় না। সেই কবে বলে গিয়েছেন চার্লি চ্যাপলিন। তাঁরা কখনও না কোনও ভাবে বেঁচে থাকেন শিল্পের মধ্যেই। তেমনই এক শিল্পীর আজ ফেয়ারওয়েল হয়ে গেল ফ্রান্সের মাঠে । যিনি বরাবর হেঁটেছেন গতির ভিন্ন ধারায়। বিরাজ করেছেন অন্য জগতে।
শিল্পীদের মৃত্যু হয় না। সেই কবে বলে গিয়েছেন চার্লি চ্যাপলিন। তাঁরা কখনও না কোনও ভাবে বেঁচে থাকেন শিল্পের মধ্যেই। তেমনই এক শিল্পীর আজ ফেয়ারওয়েল হয়ে গেল ফ্রান্সের মাঠে । যিনি বরাবর হেঁটেছেন গতির ভিন্ন ধারায়। বিরাজ করেছেন অন্য জগতে।
advertisement
3/4
ব্লোরিন, এরিকসন পরবর্তী সুইডিশ ফুটবলে প্রায় ধুমকেতুর মতোই এসেছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। খেলা ছেড়ে দিলেও এই তারকা থেকে যাবেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে ৷
ব্লোরিন, এরিকসন পরবর্তী সুইডিশ ফুটবলে প্রায় ধুমকেতুর মতোই এসেছিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। খেলা ছেড়ে দিলেও এই তারকা থেকে যাবেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে ৷
advertisement
4/4
মনে করা হয়েছিল দেশের হয়ে অলিম্পিক পর্যন্ত রয়ে যাবেন। কিন্তু ইউরো থেকে সুইডেনের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পরেই মত বদল। তাই বেলজিয়াম ম্যাচ খেলতে নামার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এবার থামতে হবে। নিয়মনীতির কোনও দিনই ধারধারেননি তিনি। তাই অবসর নিতেও আর গড়িমসি করলেন না।
মনে করা হয়েছিল দেশের হয়ে অলিম্পিক পর্যন্ত রয়ে যাবেন। কিন্তু ইউরো থেকে সুইডেনের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পরেই মত বদল। তাই বেলজিয়াম ম্যাচ খেলতে নামার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে এবার থামতে হবে। নিয়মনীতির কোনও দিনই ধারধারেননি তিনি। তাই অবসর নিতেও আর গড়িমসি করলেন না।
advertisement
advertisement
advertisement