Zaheer Khan Love Story: বি-টাউনের এই সুন্দরীর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক জাহির খানের! এক অজানা কারণেই হতে হয়েছিল আলাদা

Last Updated:
বাইশ গজ আর রুপোলি দুনিয়ার প্রেম তো যুগ যুগ ধরে চলে আসছে। কেউ কেউ সম্পর্কে জড়ালেও সম্পর্ক পরিণতি পায়নি, তো আবার কিছু কিছু সম্পর্ক রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে। আসলে অনেক সময়ই বলিউড সুন্দরীদের প্রেমে পড়েছেন ক্রীড়া দুনিয়ার তারকারা।
1/5
বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হলেন জাহির খান। ক্রিকেটের ময়দানে তাঁর পারফরম্যান্স তো বটেই, সেই সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও থাকত চর্চার মধ্যে। ২০১৭ সালে এই ক্রিকেট তারকা গাঁটছড়া বেঁধেছেন ‘চাক দে গার্ল’ সাগরিকা ঘাটগের সঙ্গে। সাগরিকাই অবশ্য প্রথম নন, এর আগেও আর এক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিল জাহিরের নাম।
বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হলেন জাহির খান। ক্রিকেটের ময়দানে তাঁর পারফরম্যান্স তো বটেই, সেই সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও থাকত চর্চার মধ্যে। ২০১৭ সালে এই ক্রিকেট তারকা গাঁটছড়া বেঁধেছেন ‘চাক দে গার্ল’ সাগরিকা ঘাটগের সঙ্গে। সাগরিকাই অবশ্য প্রথম নন, এর আগেও আর এক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিল জাহিরের নাম।
advertisement
2/5
কিন্তু কে সেই অভিনেত্রী? জেনে নেওয়া যাক, জাহিরের পরিণতি না পাওয়া প্রেমের সেই গল্প। বাইশ গজ আর রুপোলি দুনিয়ার প্রেম তো যুগ যুগ ধরে চলে আসছে। কেউ কেউ সম্পর্কে জড়ালেও সম্পর্ক পরিণতি পায়নি, তো আবার কিছু কিছু সম্পর্ক রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে। আসলে অনেক সময়ই বলিউড সুন্দরীদের প্রেমে পড়েছেন ক্রীড়া দুনিয়ার তারকারা। তেমনই জাহির খানও সুন্দরী অভিনেত্রী ইশা সর্বাণীর প্রেমে পড়ে গিয়েছিলেন। ‘কিসনা’ ছবির সুন্দরী অভিনেত্রী ইশা দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচেনও অসাধারণ।
কিন্তু কে সেই অভিনেত্রী? জেনে নেওয়া যাক, জাহিরের পরিণতি না পাওয়া প্রেমের সেই গল্প। বাইশ গজ আর রুপোলি দুনিয়ার প্রেম তো যুগ যুগ ধরে চলে আসছে। কেউ কেউ সম্পর্কে জড়ালেও সম্পর্ক পরিণতি পায়নি, তো আবার কিছু কিছু সম্পর্ক রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে। আসলে অনেক সময়ই বলিউড সুন্দরীদের প্রেমে পড়েছেন ক্রীড়া দুনিয়ার তারকারা। তেমনই জাহির খানও সুন্দরী অভিনেত্রী ইশা সর্বাণীর প্রেমে পড়ে গিয়েছিলেন। ‘কিসনা’ ছবির সুন্দরী অভিনেত্রী ইশা দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচেনও অসাধারণ।
advertisement
3/5
 সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০০৫ সালে একটি অনুষ্ঠানে প্রথম আলাপ জাহির আর ইশার। সেই আলাপ থেকেই বন্ধুত্বের সূচনা। এর পর ধীরে ধীরে প্রেমের দিকেই গড়ায় সেই সম্পর্ক। প্রায় ৮ বছর টিকেছিল তাঁদের সেই সম্পর্ক। তবে এই সম্পর্কের কথা বেশি দিন চাপা থাকেনি। প্রেম পর্বে বহু বারই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী খেলার সময় স্টেডিয়ামে এসে জাহিরের হয়ে গলাও ফাটাতেন ইশা। এছাড়া পার্টি কিংবা ডিনার ডেটে একসঙ্গেই যেতেন প্রেমিক যুগল। এমনকী শোনা যেত যে, দু’জনে বিয়ে করবেন বলে মনস্থিরও করে ফেলেছেন।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০০৫ সালে একটি অনুষ্ঠানে প্রথম আলাপ জাহির আর ইশার। সেই আলাপ থেকেই বন্ধুত্বের সূচনা। এর পর ধীরে ধীরে প্রেমের দিকেই গড়ায় সেই সম্পর্ক। প্রায় ৮ বছর টিকেছিল তাঁদের সেই সম্পর্ক। তবে এই সম্পর্কের কথা বেশি দিন চাপা থাকেনি। প্রেম পর্বে বহু বারই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী খেলার সময় স্টেডিয়ামে এসে জাহিরের হয়ে গলাও ফাটাতেন ইশা। এছাড়া পার্টি কিংবা ডিনার ডেটে একসঙ্গেই যেতেন প্রেমিক যুগল। এমনকী শোনা যেত যে, দু’জনে বিয়ে করবেন বলে মনস্থিরও করে ফেলেছেন।
advertisement
4/5
কিন্তু আচমকাই যেন সব কিছু ওলট-পালট হয়ে যায়। ২০১২ সাল নাগাদ তাঁদের সম্পর্কের ভাঙনের খবর ভেসে বেড়াতে থাকে। ওই বছরই একটি সাক্ষাৎকারে প্রেম ভাঙার কথা স্বীকার করে নেন খোদ ইশাই। কিন্তু বিচ্ছেদের কারণ কী, এটা আজও অজানাই থেকে গিয়েছে! এই বিষয়ে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে সাক্ষাৎকারে ইশা এক বার জানিয়েছিলেন যে, জাহিরকে ভাল বন্ধু হিসেবেই মনে করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মনের ক্ষতয় প্রলেপ পড়েছে। জাহির বিয়ে করেছেন অভিনেত্রী সাগরিকাকে। শোনা যায়, ইশার সঙ্গে বিচ্ছেদের পরে এক বন্ধুর পার্টিতে সাগরিকার সঙ্গে আলাপ জাহিরের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। তবে দু’জনেই নিজেদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন।
কিন্তু আচমকাই যেন সব কিছু ওলট-পালট হয়ে যায়। ২০১২ সাল নাগাদ তাঁদের সম্পর্কের ভাঙনের খবর ভেসে বেড়াতে থাকে। ওই বছরই একটি সাক্ষাৎকারে প্রেম ভাঙার কথা স্বীকার করে নেন খোদ ইশাই। কিন্তু বিচ্ছেদের কারণ কী, এটা আজও অজানাই থেকে গিয়েছে! এই বিষয়ে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে সাক্ষাৎকারে ইশা এক বার জানিয়েছিলেন যে, জাহিরকে ভাল বন্ধু হিসেবেই মনে করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মনের ক্ষতয় প্রলেপ পড়েছে। জাহির বিয়ে করেছেন অভিনেত্রী সাগরিকাকে। শোনা যায়, ইশার সঙ্গে বিচ্ছেদের পরে এক বন্ধুর পার্টিতে সাগরিকার সঙ্গে আলাপ জাহিরের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। তবে দু’জনেই নিজেদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন।
advertisement
5/5
২০১৬ সালে আর এক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়েতে প্রথম বারের জন্য একসঙ্গে দেখা যায় সাগরিকা-জাহির জুটিকে। ফলে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। এর পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। অন্য দিকে, ইশাও নিজের দুনিয়ায় সুখী। বর্তমানে তিনি এক জন সিঙ্গেল মাদার। ছেলে লুকাকে নিয়ে সাজিয়েছেন ছোট্ট সংসার। হামেশাই তাঁর সেই সুখী জীবনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায় ধরা পড়ে। শুধু তা-ই নয়, নিজের নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে তিনি বিবাহিত কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি!
২০১৬ সালে আর এক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিয়েতে প্রথম বারের জন্য একসঙ্গে দেখা যায় সাগরিকা-জাহির জুটিকে। ফলে তাঁদের প্রেম প্রকাশ্যে আসে। এর পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। অন্য দিকে, ইশাও নিজের দুনিয়ায় সুখী। বর্তমানে তিনি এক জন সিঙ্গেল মাদার। ছেলে লুকাকে নিয়ে সাজিয়েছেন ছোট্ট সংসার। হামেশাই তাঁর সেই সুখী জীবনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাতায় ধরা পড়ে। শুধু তা-ই নয়, নিজের নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। তবে তিনি বিবাহিত কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি!
advertisement
advertisement
advertisement