Cricketer Worked At Bollywood: ক্রিকেট খেলেছেন, আবার সিনেমাতেও কাজ করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটাররা

Last Updated:
Cricketers in Movies : এই ক্রিকেটাররা শুধু ক্রিকেটই খেলেননি, কাজ করেছেন বলিউডের ছবিতে। জানেন কি?
1/6
বলিউড ও ক্রিকেটের সম্পর্ক অনেক পুরনো। এমন অনেক ক্রিকেটার ছিলেন যাঁরা অভিনেত্রীদের প্রেমে পড়েছিলেন এবং তারপর তাঁদের জীবনসঙ্গী করেছেন। এমন কিছু ক্রিকেটারও রয়েছেন যারা সিনেমা জগতে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে এবং যুবরাজ সিং।
বলিউড ও ক্রিকেটের সম্পর্ক অনেক পুরনো। এমন অনেক ক্রিকেটার ছিলেন যাঁরা অভিনেত্রীদের প্রেমে পড়েছিলেন এবং তারপর তাঁদের জীবনসঙ্গী করেছেন। এমন কিছু ক্রিকেটারও রয়েছেন যারা সিনেমা জগতে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে এবং যুবরাজ সিং।
advertisement
2/6
ভারতের হয়ে একটি টেস্ট এবং ২০টি ওডিআই খেলা সলিল আঙ্কোলা অনেক ছবিতে কাজ করেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকারের সঙ্গে টেস্ট অভিষেক হয় তাঁর। যদিও ওই ম্যাচে তিনি মাত্র ২৬ রান করতে পেরেছিলেন। পেয়েছিলেন ২ উইকেট। ওয়ানডে কেরিয়ারে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। সলিল আঙ্কোলা 'কুরুক্ষেত্র', 'পিতা' এবং 'চুরা লিয়া হ্যায় তুমনে' হিন্দি ছবিতে কাজ করেছেন। অনেক টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে।
ভারতের হয়ে একটি টেস্ট এবং ২০টি ওডিআই খেলা সলিল আঙ্কোলা অনেক ছবিতে কাজ করেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকারের সঙ্গে টেস্ট অভিষেক হয় তাঁর। যদিও ওই ম্যাচে তিনি মাত্র ২৬ রান করতে পেরেছিলেন। পেয়েছিলেন ২ উইকেট। ওয়ানডে কেরিয়ারে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। সলিল আঙ্কোলা 'কুরুক্ষেত্র', 'পিতা' এবং 'চুরা লিয়া হ্যায় তুমনে' হিন্দি ছবিতে কাজ করেছেন। অনেক টিভি সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে।
advertisement
3/6
ভারতের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে একটি হিন্দি ছবিতেও কাজ করেছেন। ভারতের প্রাক্তন কোচ কুম্বলেকে দেখা গিয়েছিল অনুপম খের এবং মন্দিরা বেদীর ২০০৮ সালের ছবি মীরাবাই নট আউটে।
ভারতের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে একটি হিন্দি ছবিতেও কাজ করেছেন। ভারতের প্রাক্তন কোচ কুম্বলেকে দেখা গিয়েছিল অনুপম খের এবং মন্দিরা বেদীর ২০০৮ সালের ছবি মীরাবাই নট আউটে।
advertisement
4/6
অলরাউন্ডার যুবরাজ সিংও বলিউডের একটি ছবিতে অভিনয় করেছেন। যদিও সেই সময় তার বয়স ছিল মাত্র ১১ বছর। একটি পাঞ্জাবি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। যুবরাজের বাবা যোগরাজ সিং অনেক পাঞ্জাবি ও হিন্দি ছবিতে কাজ করেছেন। যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচও একজন অভিনেত্রী এবং সালমান খানের সঙ্গে বলিউডের ছবি 'বডিগার্ড'-এ কাজ করেছেন।
অলরাউন্ডার যুবরাজ সিংও বলিউডের একটি ছবিতে অভিনয় করেছেন। যদিও সেই সময় তার বয়স ছিল মাত্র ১১ বছর। একটি পাঞ্জাবি ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। যুবরাজের বাবা যোগরাজ সিং অনেক পাঞ্জাবি ও হিন্দি ছবিতে কাজ করেছেন। যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচও একজন অভিনেত্রী এবং সালমান খানের সঙ্গে বলিউডের ছবি 'বডিগার্ড'-এ কাজ করেছেন।
advertisement
5/6
ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটারদের একজন সন্দীপ পাতিল। প্রাক্তন কোচ হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী পুনম ধিল্লনের সঙ্গে 'কভি আজনবি থে' ছবিতে কাজ করেছেন।
ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটারদের একজন সন্দীপ পাতিল। প্রাক্তন কোচ হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তিনি জনপ্রিয় অভিনেত্রী পুনম ধিল্লনের সঙ্গে 'কভি আজনবি থে' ছবিতে কাজ করেছেন।
advertisement
6/6
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও একটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন। সেই ছবির নাম ছিল 'সাওয়ালি প্রেমাচি'। এছাড়া নাসিরুদ্দিন শাহ অভিনীত হিন্দি ছবি 'মালামাল'-এ অতিথি তারকা হিসেবেও হাজির হন তিনি।
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও একটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন। সেই ছবির নাম ছিল 'সাওয়ালি প্রেমাচি'। এছাড়া নাসিরুদ্দিন শাহ অভিনীত হিন্দি ছবি 'মালামাল'-এ অতিথি তারকা হিসেবেও হাজির হন তিনি।
advertisement
advertisement
advertisement