Yesha Sagar: ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, তাঁর সৌন্দর্যে পাগল আট থেকে আশি; রইল ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান মডেল-অভিনেত্রীর সম্পূর্ণ পরিচয়
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Meet Yesha Sagar, Indian-Canadian model: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল-এ ইন্দো-কানাডিয়ান মডেল Yesha Sagar-কে এ বছর হোস্ট হিসেবে নিয়েছে ‘চিটাগং কিংস’।
মডেলিং থেকে অভিনয় আর গ্ল্যামার জগৎ থেকে স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়া অনায়াস বিচরণ তাঁর। আবার ২০২৩ গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে ব্যাপক ভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। ঠিকই ধরেছেন। কথা হচ্ছে, বহুমুখী প্রতিভার অধিকারিণী ইয়েশা সাগরের। কিন্তু কে এই রহস্যময়ী। জেনে নেওয়া যাক তাঁর পরিচয়। (Photo-Instagram)
advertisement
advertisement
১৪ ডিসেম্বর জন্ম ইয়েশা সাগরের। বহুমুখী প্রতিভার অধিকারিণী এই কন্যা এখন কানাডার বাসিন্দা। একাধিক ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। খ্যাতনামা মডেল তিনি। শুধু তা-ই নয়, তিনি জনপ্রিয় অভিনেত্রীও বটে! এমনকী ফিটনেসের প্রতি তাঁর আগ্রহ প্রবল। বর্তমানে অবশ্য আরও একটি ভূমিকায় নিজেকে প্রমাণ করছেন তিনি। আসলে এখন ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করছেন ইয়েশা। (Photo-Instagram)
advertisement
advertisement
advertisement
মডেলিং দুনিয়া থেকে সটান স্পোর্টস প্রেজেন্টিংয়ের জগতে সুন্দরী এই কন্যার সফর ভক্তদের মুগ্ধ করেছে। আসলে স্পোর্টস প্রেজেন্টার হওয়ার আগে ইয়েশা কানাডায় মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর আচমকাই স্পোর্টস ব্রডকাস্টিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। যা বারবার তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ করে দিয়েছে। (Photo-Instagram)
advertisement
এখানেই শেষ নয়, এই কন্যে আবার ফিটনেস ফ্রিকও বটে! কারণ ফিটনেস ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ তিনি। প্রচুর মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। এর পাশাপাশি ম্যাগনাম নিউট্রাসিউটিক্যালস এবং প্রিসিশন নিউট্রিশনের মতো বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে সফল ভাবে পার্টনারশিপে কাজও করেছেন তিনি। (Photo-Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement