Yashasvi Jaiswal: ইংরেজদের খাওয়ালেন নাকানিচোবানি! লিডসে দুরন্ত সেঞ্চুরি যশস্বীর, নাম তুললেন ইতিহাসের পাতায়

Last Updated:
Yashasvi Jaiswal: ১৪৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। শতরান করার সময় ১৬টি চার ও একটি ছয় মারেন তিনি।
1/6
সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে উঠছিল প্রশ্ন। ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচেও সেভাবে সফল হতে পারেনননি। ফলে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন তাকে নিয়ে। কিন্তু যশস্বী জয়সওয়াল আবারও প্রমাণকরে দিলেন তিনি বড় মঞ্চের পারফর্মার।  (Photo-AP)
সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে উঠছিল প্রশ্ন। ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচেও সেভাবে সফল হতে পারেনননি। ফলে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন তাকে নিয়ে। কিন্তু যশস্বী জয়সওয়াল আবারও প্রমাণকরে দিলেন তিনি বড় মঞ্চের পারফর্মার। (Photo-AP)
advertisement
2/6
ভারতীয় তরুণ ওপেনারের এটি প্রথম ইংল্যান্ড সফর। আর ইংল্যান্ড সফরের প্রথম টেস্টেই দুরন্ত সেঞ্চুরি করে কার্যত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন বাঁ হাতি তরুণ ওপেনার।  (Photo-AP)
ভারতীয় তরুণ ওপেনারের এটি প্রথম ইংল্যান্ড সফর। আর ইংল্যান্ড সফরের প্রথম টেস্টেই দুরন্ত সেঞ্চুরি করে কার্যত সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন বাঁ হাতি তরুণ ওপেনার। (Photo-AP)
advertisement
3/6
হেডিংলের ফ্রেশ উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস।  ওপনিং জুটিতে কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়ে ভাল শুরু করেন তিনি।  (Photo-AP)
হেডিংলের ফ্রেশ উইকেটে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বেন স্টোকস। ওপনিং জুটিতে কেএল রাহুলের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়ে ভাল শুরু করেন তিনি। (Photo-AP)
advertisement
4/6
ঠান্ডা মাথায় ব্যাট করেন যশস্বী। কোনও ভুল শট খেলেননি  তিনি। ইংল্যান্ড পেসাররা একের পর এক বাউন্সার করলেও দক্ষতার সঙ্গে তা যেতে দিয়েছেন, কখনও গায়ে নিয়েছেন, ব্যাথায় ছটফট করেছেন কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসেননি।  (Photo-AP)
ঠান্ডা মাথায় ব্যাট করেন যশস্বী। কোনও ভুল শট খেলেননি তিনি। ইংল্যান্ড পেসাররা একের পর এক বাউন্সার করলেও দক্ষতার সঙ্গে তা যেতে দিয়েছেন, কখনও গায়ে নিয়েছেন, ব্যাথায় ছটফট করেছেন কিন্তু উইকেট ছুড়ে দিয়ে আসেননি। (Photo-AP)
advertisement
5/6
আর সেট হয়ে যেতেই চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। একের পর এক ট্রেড মার্ক স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, স্টেপআউট করে শট বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে।  (Photo-AP)
আর সেট হয়ে যেতেই চেনা ছন্দে পাওয়া যায় যশস্বীকে। একের পর এক ট্রেড মার্ক স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, স্টেপআউট করে শট বেরিয়ে আসে তাঁর ব্যাট থেকে। (Photo-AP)
advertisement
6/6
১৪৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। শতরান করার সময় ১৬টি চার ও একটি ছয় মারেন তিনি। এছাডা যশস্বী ও গিলের শতরানের পার্টনারশিরপে ভর করে লিডসে ভাল জায়গায় ভারতীয় দল।  (Photo-AP)
১৪৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সওয়াল। শতরান করার সময় ১৬টি চার ও একটি ছয় মারেন তিনি। এছাডা যশস্বী ও গিলের শতরানের পার্টনারশিরপে ভর করে লিডসে ভাল জায়গায় ভারতীয় দল। (Photo-AP)
advertisement
advertisement
advertisement