WTC Final Scenario: টেস্ট বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা! স্বপ্নভঙ্গ হবে অস্ট্রেলিয়ার? কী বলছে অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দাবিদার। কিন্তু অঙ্ক বলছে অন্য কথা। ফাইনাল হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকার।
advertisement
advertisement
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম টেস্ট হেরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। অপরদিকে, শ্রীলঙ্কাও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে কাজ কঠিন করেছে। শেষ ৩টি টেস্টের সবকটি জিতলে আশা থাকবে লঙ্কানদের। তবে একটি দক্ষিণ আফ্রিকা ও ২টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে।
advertisement
advertisement
advertisement
ভারত ২-২ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি ড্র করেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে এবং শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।