WTC Final 2023, IND vs AUS: আশা-ভরসা নাম কোহলি-রাহানে, পঞ্চম দিনে ভারতের ম্যাচ জিততে দরকার আরও ২৮০ রান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final 2023, IND vs AUS: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্ছ দিনে হাড্ডাহাড্ডি লড়াই ভারত-অস্ট্রেলিয়ার। প্রথমে ভাল করে বল করে ভারত। লড়াকু ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারেও। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে লড়াই চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন কোহলি-রাহানে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরু ভালো করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করার একপ্রকার দুর্ভাগ্যের শিকারল হন গিল। বোল্যান্ডের বলে গ্রিন ক্যাচ ধরলেও তা মাটিতে ছুঁয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আম্পায়র আউট দিলেও ভিডিও দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বল মাটিতে স্পর্শ করেছে। গিলের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
advertisement
এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা দলকে এগিয়ে নিয়ে যান। ঠান্ডা মাথায় পার্টনারশিপ গড়েন। ৫০ রানের পার্টনারশিপ গড়েন তারা। কিন্তু তারপরই লায়নের বলে নিরাশাজনক শট নিতে গিয়ে আউট হন রোহিত। ৯২ রানে দ্বিতীয় উইকেট পড়ে। পার্টনারশিপ ভাঙতেই সাজঘরে ফেরেন পুজারাও। বাজে শট সিলেকশন করেন তিনিও। ৯৩ রানে তৃতীয় উইকেট পড়ে ভারতের।
advertisement
advertisement