বাংলার হয়ে আর খেলবেন না। বাংলার প্রতি তাঁর কোনও অভিমান নেই। ঋদ্ধিমান সাহার বনিবনা হয়নি সিএবি কর্তাদের সঙ্গে। আর তাই তিনি ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
2/ 6
ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়লেও বাংলা তাকে ভোলেনি। ঋদ্ধিকে বঙ্গভূষণ-এ সম্মানিত করবে রাজ্য সরকার। ২৫ জুলাই নজরুল মঞ্চে এই সম্নান দেওয়া হবে বাংলার উইকেটকিপার-ব্যাটারকে।
3/ 6
এমন সম্মান পেয়ে গর্বিত ঋদ্ধিমান সাহা। জানিয়েছেন, নবান্ন থেকে ফোন করা হয়েছিল। শুক্রবার চিঠি পেয়েছি। এই সম্মান আমার কাছে গর্বের।
4/ 6
ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৯টি ওয়ান ডে খেলেছেন ঋদ্ধি। ভারতের জার্সিতে তিনটি শতরান রয়েছে তাঁর। অথচ বহুদিন তিনি জাতীয় দলের বাইরে। আর সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম।
5/ 6
ত্রিপুরা ক্রিকেট সংস্থার সঙ্গে ঋদ্ধির চুক্তি হয়েছে। সই হয়ে গিয়েছে। এবার বাংলার বিরুদ্ধে ত্রিপুরার হয়ে খেলতে নামবেন তিনি।
6/ 6
ঋদ্ধি বাংলা ছাড়ছেন, এই খবর প্রকাশ পেতেই বিতর্ক, সমালোচনা, আলোচনা শুরু হয়েছিল। আর যে বছর ঋদ্ধি বাংলা ছাড়লেন, সেবারই তিনি বাংলা থেকে পাচ্ছেন বঙ্গভূষণ! অবাক করা ব্যাপার হলেও এটাই সত্যি!দ্ধি