#কলকাতা: ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha ) চুক্তিপত্রে সই সেরে ফেললেন৷ আর বাংলার জার্সি গায়ে খেলবেন না জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধি৷ একাধিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফার ছিল শিলিগুড়ির পাপালির কাছে৷ কিন্তু তিনি মন স্থির করেন ত্রিপুরাতেই খেলবেন৷ আর আজ সেই ত্রিপুরা ক্রিকেটের সঙ্গে সই করে নিলেন চুক্তিপত্রে৷ এবার থেকে ঋদ্ধিমান সাহা খেলবেন ত্রিপুরার জার্সিতে৷
এদিকে জাতীয় দলে খেলার পাশাপাশি আইপিএলেও খেলেন তিনি৷ এবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত লায়ন্সের হয়ে ভাল পারফরম্যান্স ঋদ্ধিমান সাহার৷ পরপর বিতর্ক তৈরি হওয়ার পর ঋদ্ধিমান সাহা জানিয়েছিলেন সিএবি-র পরিচলন সমিতির বেশ কিছু কর্তার ব্যবহারে আঘাত পেয়েছেন তিনি৷ তাই যখন তাঁকে ফিরতেও বলা হয় তাতেও বরফ গলেনি৷ ফলে বাংলাকে আপাতত পাকাপাকি বিদায় জানিয়েই দিলেন ঋদ্ধিমান সাহা৷