বলুন তো, বাবর আজমের থেকে বেশি টাকা পান কোন ভারতীয় মহিলা ক্রিকেটার? টাকার অঙ্ক দ্বিগুণেরও বেশি

Last Updated:
This Woman Indian Cricketer Earn More Money Than Babar Azam: উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর আগে ক্রিকেট প্রেমিদের আলোচনায় উঠে আসছে নানা বিষয়। তারমধ্যেই একটি হল, পাকিস্তানেক তারকা ব্যাটার বাবর আজমের থেকে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বেশি টাকা পান।
1/6
গত বছর আইপিএলেপ ধাঁচে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম বছরেই জনপ্রিয়তার শিখরে পৌছেছে 'মহিলা আইপিএল'। আগামী ২৩ ফেব্রুায়ারী থেকে শুরু হতে চলেছে ডব্লুউপিএলের দ্বিতীয় মরশুম।
গত বছর আইপিএলেপ ধাঁচে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম বছরেই জনপ্রিয়তার শিখরে পৌছেছে 'মহিলা আইপিএল'। আগামী ২৩ ফেব্রুায়ারী থেকে শুরু হতে চলেছে ডব্লুউপিএলের দ্বিতীয় মরশুম।
advertisement
2/6
উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর আগে ক্রিকেট প্রেমিদের আলোচনায় উঠে আসছে নানা বিষয়। তারমধ্যেই একটি হল, পাকিস্তানেক তারকা ব্যাটার বাবর আজমের থেকে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বেশি টাকা পান।
উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরশুম শুরুর আগে ক্রিকেট প্রেমিদের আলোচনায় উঠে আসছে নানা বিষয়। তারমধ্যেই একটি হল, পাকিস্তানেক তারকা ব্যাটার বাবর আজমের থেকে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বেশি টাকা পান।
advertisement
3/6
সেই মহিলা ক্রিকেটারের নাম হল স্মৃতি মন্ধনা। গতবছর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে স্মৃতিকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় মরশুমের জন্য প্রস্ততিও শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধনা।
সেই মহিলা ক্রিকেটারের নাম হল স্মৃতি মন্ধনা। গতবছর উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে স্মৃতিকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছিব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় মরশুমের জন্য প্রস্ততিও শুরু করে দিয়েছেন স্মৃতি মন্ধনা।
advertisement
4/6
তবে আপনারার জানলে অবাক হবেন, পাকিস্তানের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএলে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম যে টাকাপান তার থেকে দ্বিগুণেরও বেশি টাকা পান স্মৃতি মন্ধনা।
তবে আপনারার জানলে অবাক হবেন, পাকিস্তানের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা পিএসএলে প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম যে টাকাপান তার থেকে দ্বিগুণেরও বেশি টাকা পান স্মৃতি মন্ধনা।
advertisement
5/6
পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকার মধ্যে পান। সেই তালিকায় রয়েছে বাবার আজনম, শাহিন আফ্রিদি সহ একাধিক পাকিস্তান ও বিদেশী ক্রিকেটাররা। বাবর পান ১.২৩ কোটি টাকা।
পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকার মধ্যে পান। সেই তালিকায় রয়েছে বাবার আজনম, শাহিন আফ্রিদি সহ একাধিক পাকিস্তান ও বিদেশী ক্রিকেটাররা। বাবর পান ১.২৩ কোটি টাকা।
advertisement
6/6
প্রসঙ্গত,শুধু স্মৃতি মন্ধনা নন, পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকে বেশি টাকা পাচ্ছেন দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা, হরমনপ্রীত কউরদের ঘোষদের মত ভারতীয় ক্রিকেটাকরা। এমনকী পিএসলের থেকে জনপ্রিয়তাও বেশি উইমেন্স প্রিমিয়ার লিগের।
প্রসঙ্গত,শুধু স্মৃতি মন্ধনা নন, পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকে বেশি টাকা পাচ্ছেন দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রিচা, হরমনপ্রীত কউরদের ঘোষদের মত ভারতীয় ক্রিকেটাকরা। এমনকী পিএসলের থেকে জনপ্রিয়তাও বেশি উইমেন্স প্রিমিয়ার লিগের।
advertisement
advertisement
advertisement