মেসি বা রোনাল্ডো নয়, বিশ্বের সবথেকে ধনী ফুটবলারের পরিচয় জানলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
Last Updated:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার নয়। চিনে নিন বিশ্বের সবথেকে ধনী ফুটবনলারকে। যার সম্পত্তির পরিমাণ এদের সকলের থেকে অনেক গুন বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
বিশ্বের ধনীতম ফুটবলারের নাম হল ফাইক বোলকিয়া। ফুটবলারের হিসেবে তার খুব একটা পরিচিতি নেই। ব্রুনেইয়ের জাতীয় দলের প্রাক্তন সদস্য তিনি। ইপিএলে সাউদ্যাম্পটন, চেলসি, লেস্টারসিটিতে খেলেছেন। বর্তমানে থাইল্যান্ডের ক্লাব চোনবুরিতে খেলেন তিনি। ফাইক বোলকিয়ার মোট সম্পত্তি ২০ বিলিয়ন ডলার। ২০২২ সালের আয় ১৯,৯৬৫ কোটি টাকারও বেশি। অর্থাৎ ধারে কাছে নেই মেসি-রোনাল্ডোরা।
advertisement
বোলকিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি কিন্তু ফুটবল খেলে আসেনি। তিনি ব্রুনেই রাজ পরিবারের সদস্য। তাঁর বাবা জেফ্রি বোলকিয়া ব্রুনেইয়ের রাজা। ব্রুনেইয়ের আইন অনুযায়ী দেশের সব তেলের খনি এবং ভান্ডারের মালিক রাজ পরিবার। তেল রফতানি থেকে বিশাল আয়ের প্রায় সবটাই রাজকোষের পরিবর্তে ঢোকে রাজ পরিবারের কোষাগারে। সেই কারণেই ২ হাজার কোটি মার্কিন ডলারের নালিক বোলকিয়া।