World Cup 2023: বিশ্বকাপের মাঝেই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের! ৩৩ বছরেই বিদায় জানালেন ২২ গজকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
World Cup 2023 Team India Cricketer Announced Retirement: গোটা দেশ যখন ভারতীয় দলের তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ঠিক সেই সময় নিঃশব্দে অবসর নিয়ে নিলেন এক ভারতীয় ক্রিকেটার। মাত্র ৩৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
advertisement
advertisement
অবসরের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় গুরকিরাত লিখেছেন, 'আজ আমার অবিশ্বাস্য ক্রিকেট যাত্রার সমাপ্তি। ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের। আমার পরিবার, বন্ধুবান্ধব, কোচ এবং সতীর্থদের সমর্থনের জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। সবাই আমার কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বিসিসিআই এবং পিসিএকে ধন্যবাদ জানাতে চাই আমার পুরো যাত্রায় আমি যে সমর্থন, দিকনির্দেশনা এবং উত্সাহ পেয়েছি তার জন্য। এখন একটি নতুন অধ্যায় শুরু হবে"।
advertisement
advertisement
পঞ্জাবের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট, লিস্ট-এ ক্রিকেট এবং টি-২০ খেলেছেন। ৫৯টি প্রথম-শ্রেণীর ম্যাচে তিনি ৪২ গড়ে ৩৪৭১ রান করেছেন। ৭টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ স্কোর ২০১। অফ স্পিনার হিসেবেও নিয়েছেন ৫৫ উইকেট। গুরকিরাত সিং ৯৫টি লিস্ট-এ ম্যাচে ৪৮ গড়ে ৩৩৬৯ রান করেছেন। এছাড়া ৫টি সেঞ্চুরি ও ২৫টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার অপরাজিত ১৩৯ রান ছিল সেরা পারফরম্যান্স। এছাড়া নিয়েছেন ৩৩ উইকেট।
advertisement