ভারতীয় দলকে নাকানি-চোবানি খাওয়ালেন পাকিস্তানের 'লেডি বুম-বুম'
- Published by:Suman Majumder
Last Updated:
Women Asia Cup 2022: পাকিস্তানের লেডি বুম-বুম। একাই ভারতীয় দলকে দুরমুশ করে দিলেন।
advertisement
মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরেছে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ছয় বছরের মধ্যে প্রথম জয় পেল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের নায়িকা ছিলেন নিদা দার। পাকিস্তান ক্রিকেটে 'লেডি বুম বুম' নামে পরিচিত তিনি। নিদার টি-টোয়েন্টি আন্তর্জাতিক রেকর্ড অসাধারণ।
advertisement
নিদা দার পাকিস্তান ক্রিকেটে (মহিলা ও পুরুষ) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার ক্ষেত্রে নিদার সঙ্গে কোনো খেলোয়াড় নেই। নিদার ১১২* T20 আন্তর্জাতিক উইকেট রয়েছে। তার পরেই ৯৭টি উইকেট নিয়ে রয়েছেন শাহিদ আফ্রিদি। ৮৯ উইকেট নিয়ে তিন নম্বরে রয়েছেন সানা মীর। এর পরেই রয়েছে সাঈদ আজমল, উমর গুল এবং শাদাব খান, যাঁদের নামে ৮৫টি করে উইকেট রয়েছে।
advertisement
নিদা দার মহিলাদের এশিয়া কাপ ২০২২-এ ভারতের বিরুদ্ধে ৩৭ বলে পাঁচটি চার এবং একটি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৬ রান করেছিলেন। তিনি ছাড়াও পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ ৩২ রান করেন। দুজনে ৫৮ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এর বাইরে নিদা ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। জেমিমা রদ্রিগেস ও অধিনায়ক হারমনপ্রীত কৌরকে প্যাভিলিয়নের পথ দেখান নিদা।
advertisement
advertisement