এলেনা রাইবাকিনা শনিবার ইতিহাস গড়ে উইম্বলডনে -র মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন৷ রাশিয়ান হলেও তিনি বহুদিন ধরে কাজকস্তানের হয়েই খেলেন৷ এরতনি গ্রেড এ টাইটেল জিতেছেন এর আগে৷
2/ 7
এলেনা খুবই অল্পবয়সে টেনিস খেলতে শুরু করেন৷ তাঁর প্রতিপক্ষ ছিল তাঁর বড় বোন৷ একদম ছোট বয়সে তিনি টেনিসের পাশাপাশি জিমন্যাস্টিক ও আইস স্কেটিংও করতেন৷
3/ 7
এলেনা ১৭ জুন ১৯৯৯ সালে মস্কোতে জন্মেছেন৷
4/ 7
এবারের উইম্বলডনে তাঁর খেলা প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল কারণ ইউক্রেন যুদ্ধ৷ আয়োজকরা এবারের প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশের প্লেয়ারদের খেলতে দেয়নি৷ প্রশ্ন ছিল এলেনা কি নিজের জাতীয়তা বদল করেছেন৷
5/ 7
তাঁর উত্তর ছিল , ‘‘আমি রাশিয়াতে জন্মেছি, কিন্তু অবশ্যই আমি কাজকাস্তানের প্রতিনিধিত্ব করছি৷ আমার জন্য ইতিমধ্যেই লম্বা পথ পেরিয়েছি আমি৷ আমি অলিম্পিক্স , ফেডকাপে খেলেছি৷ আমি অনেক সমর্থণ ও সাহায্য পেয়েছি৷’’
6/ 7
এলেনা আরও বলেছেন, ‘‘আমি জনসমর্থণ অনুভব করছি৷ কাজকস্তানের প্রতিনিধিত্ব করতে পেরে খুশি৷ আমার মনে হয় আমি কিছু ফলও দিতে পেরেছি৷ যা কাজকাস্তানের খেলার জন্য ভাল৷ আমার পক্ষে পুরো অনুভূতিটা বুঝিয়ে বলা শক্ত৷ ’’
7/ 7
আসলে এলেনা রাশিয়ায় জন্মালেও ২০১৮ তে নিজের জাতীয়তা বদল করেন৷ কাজকাস্তান ফেডারেশন নিজেদের নিয়মেও বদল এনেছেন এবং তাঁরা কেরিয়ার তৈরিতে সাহায্য করবেন৷