Virender Sehwag Birthday: 'অনেকের জীবন বদলে দিয়েছ', জন্মদিনে বউয়ের চোখে 'হিরো' সেহওয়াগ

Last Updated:
Virender Sehwag Birthday: স্ত্রীর চোখে স্বামী বীরু একেবারে হিরো। দেখুন পোস্টে আরতি সেহওয়াগ কী লিখলেন।
1/5
আজ ৪৩ বছর বয়স হল বীরেন্দ্র সেহওয়াগের। নজফগড় কে নবাব কিন্তু মাঠের পাশাপাশি বাড়িতেও বেশ জনপ্রিয়। শুধু সমর্থকদের মনেই নয়, সেহওয়াগ পরিবারের লোকজনের কাছেও হিরো।
আজ ৪৩ বছর বয়স হল বীরেন্দ্র সেহওয়াগের। নজফগড় কে নবাব কিন্তু মাঠের পাশাপাশি বাড়িতেও বেশ জনপ্রিয়। শুধু সমর্থকদের মনেই নয়, সেহওয়াগ পরিবারের লোকজনের কাছেও হিরো।
advertisement
2/5
এদিন আরতি সেহওয়াগ স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেকের জীবন বদলে দিয়েছ। পরিবারের সবাই তোমার জন্য গর্ববোধ করে। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।
এদিন আরতি সেহওয়াগ স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেকের জীবন বদলে দিয়েছ। পরিবারের সবাই তোমার জন্য গর্ববোধ করে। অত্যন্ত পরিশ্রমী একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা।
advertisement
3/5
মাছের বাইরে বীরু কিন্তু একজন পরিবারকেন্দ্রিক মানুষ। বেশিরভাগ সময়টা তিনি স্ত্রী, দুই ছেলের সঙ্গেই কাটান। ২০০৪ সালে আরতি অহলাওয়াতের সঙ্গে সেহওয়াগের বিয়ে হয়েছিল।
মাছের বাইরে বীরু কিন্তু একজন পরিবারকেন্দ্রিক মানুষ। বেশিরভাগ সময়টা তিনি স্ত্রী, দুই ছেলের সঙ্গেই কাটান। ২০০৪ সালে আরতি অহলাওয়াতের সঙ্গে সেহওয়াগের বিয়ে হয়েছিল।
advertisement
4/5
অনেক ছোট বয়সেই আরতির সঙ্গে আলাপ হয়েছিল সেহওয়াগের। তাঁরা দুজজনেই বছরের পর বছর পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শেষমেশ সেই সম্পর্ক বিয়েতে পর্যন্ত গড়ায়। শেহওয়াগ ও আরতির বিয়ের অনুষ্ঠান হয়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাসভবনে।
অনেক ছোট বয়সেই আরতির সঙ্গে আলাপ হয়েছিল সেহওয়াগের। তাঁরা দুজজনেই বছরের পর বছর পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শেষমেশ সেই সম্পর্ক বিয়েতে পর্যন্ত গড়ায়। শেহওয়াগ ও আরতির বিয়ের অনুষ্ঠান হয়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বাসভবনে।
advertisement
5/5
২০০৭ সালে সেহওয়াগ ও আরতির ঘরে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম আর্যবীর। ২০১০ সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় পুত্রের। তার নাম বেদান্ত।
২০০৭ সালে সেহওয়াগ ও আরতির ঘরে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। তার নাম আর্যবীর। ২০১০ সালে জন্ম হয় তাঁদের দ্বিতীয় পুত্রের। তার নাম বেদান্ত।
advertisement
advertisement
advertisement