মনে আছে চন্দ্রপলকে? কেন এই ক্রিকেটার চোখের তলায় ট্যাটু করাতেন? রহস্য ফাঁস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
চন্দ্রপল ছাড়়া আর কোনও তারকা ক্রিকেটারকে এভাবে চোখের তলায় ট্যাটু নিয়ে মাঠে নামতে দেখা যায়নি। চোখের তলায় তিনি গাঢ় রঙের স্টিকার লাগিয়ে রাখতেন।
advertisement
ডার্বিশায়ার, ডারহাম, গায়ানা, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, খুলনা রয়্যাল বেঙ্গলস, ল্যাঙ্কাশায়ার, স্ট্যানফোর্ড সুপারস্টার্স, ইউভিএ নেক্সট, ওয়ারউইকশায়ার সেকেন্ড XI এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন তিনি। ১৯৯৪ সালের ১৭ মার্চ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তাঁর। অনেকেই লক্ষ্য করেছেন হয়তো, চন্দ্রপল চোখের নিচে ট্যাটু নিয়ে মাঠে নামতেন!
advertisement
advertisement
advertisement
কেন শিবনারায়ণ এমন করতেন! ক্রিকেট দুনিয়াও অবাক হয়ে যেত। মূল কারণ ছিল, সেগুলি আসলে অ্যান্টি গ্লেয়ার প্যাচ। চোখের পেরিফেরাল অংশে যে পরিমাণ আলো প্রবেশ করে, তা কমিয়ে দিতে সাহায্য করে ওই অ্যান্টি গ্লেয়ার প্যাচ। ফলে সূর্যের আলো বা রোদে যাতে নির্বিঘ্নে ব্যাটিং কিংবা ফিল্ডিং চালিয়ে যেতে পারেন, তার জন্যই মূলত এই অ্যান্টি গ্লেয়ার প্যাচ ব্যবহার করতেন শিবনারায়ণ চন্দ্রপল।
advertisement