VIrat Kohli: ২৬৯! এই সংখ্যাটাই লিখেছিলেন বিরাট কোহলি! অবসরের বার্তায় কী লুকিয়ে ছিল?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
কেন বিরাট কোহলি এমনটা লিখলেন? কেন শুধুমাত্র ২৬৯ নম্বরটাকেই সামনে নিয়ে আসলেন তিনি? কী রহস্য লুকিয়ে এই সংখ্যার মধ্যে যে তাঁর নিজের টেস্ট কেরিয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটারও যাত্রা শেষ বলে ঘোষণা করে দিলেন বিরাট কোহলি?
advertisement
advertisement
টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে গিয়ে আবেগঘন পোস্ট করেন বিরাট কোহলি। লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কত দূর নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহণ করব।’
advertisement
advertisement
২৬৯ নম্বরটা হল বিরাট কোহলির টেস্ট ক্যাপ নম্বর। প্রতিটি ক্রিকেটারেরই টেস্ট অভিষেকের সময় একটি নাম্বার দেওয়া হয়, যেটা সারাজীবনই তাঁকে বহন করতে হয়। অর্থাৎ তিনি, সংশ্লিষ্ট নম্বরের ক্রিকেটার। বিরাট কোহলির যখন অভিষেক হয়, তখন তিনি ছিলেন ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার। সারা জীবন ভারতের টেস্ট ক্রিকেটে এটাই তাঁর পরিচয়।
advertisement
