IPL 2024 Playoffs Prediction: কোন ৪ দল উঠবে আইপিএল ২০২৪-এর প্লে অফে? দুই মহাতারকার বড় ভবিষ্যদ্বাণী

Last Updated:
Which 4 teams will reach IPL 2024 playoffs big prediction: জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএল ২০২৪-এর প্লে অফে পৌছবে কোন চার দল। বড় ভবিষ্যদ্বাণী করলেন দুই মহাতারকা।
1/5
আইিপএল ২০২৪-এর শুরু থেকেই ব্যাটসম্যাবদের একাধিপত্ব দেখা গিয়েছে। চার-ছক্কার জোয়ারে মেতেছেন ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই প্রতিটি দলের প্রথম লিগের খেলার প্রায় শেষ পর্বে চলে এসে গিয়েছে। এখনও পর্যন্ত সবথেকে ভাল পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস।
আইিপএল ২০২৪-এর শুরু থেকেই ব্যাটসম্যাবদের একাধিপত্ব দেখা গিয়েছে। চার-ছক্কার জোয়ারে মেতেছেন ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই প্রতিটি দলের প্রথম লিগের খেলার প্রায় শেষ পর্বে চলে এসে গিয়েছে। এখনও পর্যন্ত সবথেকে ভাল পারফর্ম করেছে রাজস্থান রয়্যালস।
advertisement
2/5
এই পরিস্থিতিতে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএলের প্লে অফে পৌছবে কোন চার দল। এই পরিস্থিতিতে শুধু বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার আইপিএল ২০২৪-এ প্লে অফে সম্ভাব্য চার দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
এই পরিস্থিতিতে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইপিএলের প্লে অফে পৌছবে কোন চার দল। এই পরিস্থিতিতে শুধু বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার আইপিএল ২০২৪-এ প্লে অফে সম্ভাব্য চার দল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
3/5
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, অক্ষয় কুমার এই মরশুমে প্লে অফে প্রবেশ করতে পারে এমন চারটি দলের নাম দিয়েছেন।  অক্ষর কুমারের পছন্দে তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সিএসকে ও গুজরাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়।
স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়, অক্ষয় কুমার এই মরশুমে প্লে অফে প্রবেশ করতে পারে এমন চারটি দলের নাম দিয়েছেন। অক্ষর কুমারের পছন্দে তালিকায় রয়েছে পঞ্জাব কিংস, আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এর পাশাপাশি সিএসকে ও গুজরাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অক্ষয়।
advertisement
4/5
অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার স্রফও প্লে অফে নিজের পছন্দের ৪ দলকে বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সকে বেছেছেন টাইগার স্রফ।
অক্ষয় কুমারের পাশাপাশি টাইগার স্রফও প্লে অফে নিজের পছন্দের ৪ দলকে বেছে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, আরসিবি ও কলকাতা নাইট রাইডার্সকে বেছেছেন টাইগার স্রফ।
advertisement
5/5
প্রসঙ্গত, আইপিএলে লিগ রাউন্ডে এখনও অনেক খেলা বাকি। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে লিগ গ্রুপের খেলা। তারপর হবে প্লে অফ ও ফাইনাল। ফলে লিগ টেবিলের সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা হবে।
প্রসঙ্গত, আইপিএলে লিগ রাউন্ডে এখনও অনেক খেলা বাকি। মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে লিগ গ্রুপের খেলা। তারপর হবে প্লে অফ ও ফাইনাল। ফলে লিগ টেবিলের সাপ-লুডোর খেলায় অনেক ওঠা নামা হবে।
advertisement
advertisement
advertisement