৬টা উইকেট, ৪টে লাইট জ্বলা বেল! দাম কত জানেন? LED স্টাম্পসের দাম শুনে মাথা ঘুরবে

Last Updated:
LED Stumps price: ২ সেট উইকেটের যা দাম, গোটা ভারতীয় দল একটা ম্যাচ খেলে এত টাকা পায় না।
1/7
বল লাগলেই বেল-এর লাইট জ্বলে ওঠে। ক্রিকেট দেখতে বসে আজকাল এলইডি স্টাম্পস চোখে পড়েনি, এমন কেউ নেই বোধ হয়!
বল লাগলেই বেল-এর লাইট জ্বলে ওঠে। ক্রিকেট দেখতে বসে আজকাল এলইডি স্টাম্পস চোখে পড়েনি, এমন কেউ নেই বোধ হয়!
advertisement
2/7
এলইডি স্টাম্পস-এর দাম শুনলে কিন্তু আপনার বিশ্বাস নাও হতে পারে। ভাবতে পারেন, কী এমন আছে এতে যে এত দাম!
এলইডি স্টাম্পস-এর দাম শুনলে কিন্তু আপনার বিশ্বাস নাও হতে পারে। ভাবতে পারেন, কী এমন আছে এতে যে এত দাম!
advertisement
3/7
ক্যামেরা, স্টাম্প মাইক, এলইডি সেন্সর লাইট। এই স্টাম্পসের বিশেষত্ব এই তিনটে জিনিসে। ক্রিকেটের আধুনিকীকরণে এই স্টাম্পসের গুরুত্ব অপরিসীম।
ক্যামেরা, স্টাম্প মাইক, এলইডি সেন্সর লাইট। এই স্টাম্পসের বিশেষত্ব এই তিনটে জিনিসে। ক্রিকেটের আধুনিকীকরণে এই স্টাম্পসের গুরুত্ব অপরিসীম।
advertisement
4/7
২০২৩ বিশ্বকাপে যে এলইডি স্টাম্পস ব্যবহার করা হবে সেগুলির দাম শুনলে সত্যিই আপনার মাথা ঘুরতে পারে।
২০২৩ বিশ্বকাপে যে এলইডি স্টাম্পস ব্যবহার করা হবে সেগুলির দাম শুনলে সত্যিই আপনার মাথা ঘুরতে পারে।
advertisement
5/7
একটি ম্যাচে সাধারণত দুসেট স্টাম্প লাগে। যে সংস্থা বিশ্বকাপে এলইডি স্টাম্প সরবরাহ করবে তারা এক সেট উইকেটের দাম নিচ্ছে ৫০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৪১ লাখ টাকা।
একটি ম্যাচে সাধারণত দুসেট স্টাম্প লাগে। যে সংস্থা বিশ্বকাপে এলইডি স্টাম্প সরবরাহ করবে তারা এক সেট উইকেটের দাম নিচ্ছে ৫০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৪১ লাখ টাকা।
advertisement
6/7
অর্থাৎ ২ সেট এলইডি স্টাম্পসের দাম ৮২ লাখ টাকা। গোটা ভারতীয় দল একটি ওয়ানডে ম্যাচ খেলেও এত টাকা পায় না।
অর্থাৎ ২ সেট এলইডি স্টাম্পসের দাম ৮২ লাখ টাকা। গোটা ভারতীয় দল একটি ওয়ানডে ম্যাচ খেলেও এত টাকা পায় না।
advertisement
7/7
ভারতীয় ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচ খেলে একেকজন পান ৬ লাখ টাকা। অর্থাৎ ১১ জন মোট পান ৬৬ লাখ টাকা। যে ৪ জন স্ট্যান্ড বাই হিসেবে থাকেন তাঁরা পান ম্যাচ ফির অর্ধেক টাকা। অর্থাৎ তিনজনের জন্য বরাদ্দ ১২ লাখ টাকা। মোট ৭৮ লাখ টাকা।
ভারতীয় ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচ খেলে একেকজন পান ৬ লাখ টাকা। অর্থাৎ ১১ জন মোট পান ৬৬ লাখ টাকা। যে ৪ জন স্ট্যান্ড বাই হিসেবে থাকেন তাঁরা পান ম্যাচ ফির অর্ধেক টাকা। অর্থাৎ তিনজনের জন্য বরাদ্দ ১২ লাখ টাকা। মোট ৭৮ লাখ টাকা।
advertisement
advertisement
advertisement