Ind vs Sa : গম্ভীর যা পারেন না, সৌরভ পারেন! ভারতীয় দলের আসল সমস্যা ধরে দিলেন দাদা! গুয়াহাটি টেস্ট নিয়ে মহারাজের বড় পর্যবেক্ষণ

Last Updated:
Ind vs Sa : সৌরভ বলেন, এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ছিল একেবারে স্পেশাল। আর ভারতের এই দলটা একেবারে তরুণদের নিয়ে তৈরি। ফলে ভারতীয় দল এখন একটা ট্রানজিশন-এর মধ্যে দিয়ে যাচ্ছে।
1/6
ইডেনে স্পিন-বান্ধব পিচের জন্য অনুরোধ করেছিলেন খোদ ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পরে সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন, গম্ভীরের কথা ফেলা যায় না। কারণ তিনি ভারতের কোচ। সেই ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। স্পিন সহায়ক উইকেটেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
ইডেনে স্পিন-বান্ধব পিচের জন্য অনুরোধ করেছিলেন খোদ ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পরে সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন, গম্ভীরের কথা ফেলা যায় না। কারণ তিনি ভারতের কোচ। সেই ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। স্পিন সহায়ক উইকেটেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
advertisement
2/6
ইডেনের পর গুয়াহাটি। ভারতীয় দলের ক্রিকেটাররাই বললেন, পিচ একেবারে পাটা। কিন্তু সেখানেও ভারতীয় দল হারল। ব্যাটিং-এর ভরাডুবি নিয়ে কথা হচ্ছে চারপাশে। সঙ্গে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে।
ইডেনের পর গুয়াহাটি। ভারতীয় দলের ক্রিকেটাররাই বললেন, পিচ একেবারে পাটা। কিন্তু সেখানেও ভারতীয় দল হারল। ব্যাটিং-এর ভরাডুবি নিয়ে কথা হচ্ছে চারপাশে। সঙ্গে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
3/6
এরই মধ্যে সৌরভ গুয়াহাটি টেস্ট নিয়ে মুখ খুললেন। ভারতীয় দলের আসল সমস্যাটা এখন ঠিক কোথায়, তা বলে দিলেন মহারাজ। কোন জায়গায় ভারতীয় দল এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে গেল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সৌরভ।
এরই মধ্যে সৌরভ গুয়াহাটি টেস্ট নিয়ে মুখ খুললেন। ভারতীয় দলের আসল সমস্যাটা এখন ঠিক কোথায়, তা বলে দিলেন মহারাজ। কোন জায়গায় ভারতীয় দল এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে গেল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সৌরভ।
advertisement
4/6
সৌরভ এদিন এক্স-এ লেখেন, “প্রথম টেস্টের জন্য দারুণ কাজ করেছে গুয়াহাটি… দুর্দান্ত টেস্ট পিচ। স্টেডিয়ামের সুবিধাগুলোর অভিজ্ঞতাও অসাধারণ… সবার জন্য কিছু না কিছু ছিল। জানসেনের ৫ উইকেট, ব্যাটারদের রান করা এবং দিন ৪ ও ৫-এ স্পিনের ভূমিকা—সব মিলিয়ে নিখুঁত।
সৌরভ এদিন এক্স-এ লেখেন, “প্রথম টেস্টের জন্য দারুণ কাজ করেছে গুয়াহাটি… দুর্দান্ত টেস্ট পিচ। স্টেডিয়ামের সুবিধাগুলোর অভিজ্ঞতাও অসাধারণ… সবার জন্য কিছু না কিছু ছিল। জানসেনের ৫ উইকেট, ব্যাটারদের রান করা এবং দিন ৪ ও ৫-এ স্পিনের ভূমিকা—সব মিলিয়ে নিখুঁত।
advertisement
5/6
এর পরই সৌরভ বলেন, এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ছিল একেবারে স্পেশাল। আর ভারতের এই দলটা একেবারে তরুণদের নিয়ে তৈরি। ফলে ভারতীয় দল এখন একটা ট্রানজিশন-এর মধ্যে দিয়ে যাচ্ছে। সময় দিতে হবে আরেকটু। ওরা আরও ভাল খেলবে।
এর পরই সৌরভ বলেন, এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ছিল একেবারে স্পেশাল। আর ভারতের এই দলটা একেবারে তরুণদের নিয়ে তৈরি। ফলে ভারতীয় দল এখন একটা ট্রানজিশন-এর মধ্যে দিয়ে যাচ্ছে। সময় দিতে হবে আরেকটু। ওরা আরও ভাল খেলবে।
advertisement
6/6
ইডেনে গম্ভীর স্পিন সহায়ক পিছ চাইলেও সৌরভের তত্ত্বাবধানে থাকা দল কোচের সব কথা মেনে নেয়নি। সৌরভ চেয়েছিলেন ম্যাচটা যাতে পাঁচদিন গড়ায়। তবে সেটাও হয়নি। ইডেনের উইকেট নিয়েও দিনের শেষে সমালোচনা হয়েছিল।
ইডেনে গম্ভীর স্পিন সহায়ক পিছ চাইলেও সৌরভের তত্ত্বাবধানে থাকা দল কোচের সব কথা মেনে নেয়নি। সৌরভ চেয়েছিলেন ম্যাচটা যাতে পাঁচদিন গড়ায়। তবে সেটাও হয়নি। ইডেনের উইকেট নিয়েও দিনের শেষে সমালোচনা হয়েছিল।
advertisement
advertisement
advertisement