Salary of Indian Cricketers: টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কে কত টাকা স্যালারি পায়? ম্যাচ ফি কত? জানলে অবাক হবেন

Last Updated:
How much salary team India cricketers get: ভারতীয় ক্রিকেটাররা কত টাকা স্যালারি পেয়ে থাকেন। আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতি ম্যাচে কত টাকা ম্যাচ ফি পান।
1/7
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে জানার কৌতুহল ফ্যানেদের কম নয়। খেলার পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সহ একাধিক বিষয় নিয়ে জানতে চান সকলেই।
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে জানার কৌতুহল ফ্যানেদের কম নয়। খেলার পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সহ একাধিক বিষয় নিয়ে জানতে চান সকলেই।
advertisement
2/7
এই প্রতিবেদনে আপনাদের জানাব ভারতীয় ক্রিকেটাররা কত টাকা স্যালারি পেয়ে থাকেন। আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতি ম্যাচে কত টাকা ম্যাচ ফি পান।
এই প্রতিবেদনে আপনাদের জানাব ভারতীয় ক্রিকেটাররা কত টাকা স্যালারি পেয়ে থাকেন। আর বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রতি ম্যাচে কত টাকা ম্যাচ ফি পান।
advertisement
3/7
বিসিসিআই প্লেয়ারদের তাদের গ্রেড অনুযায়ী বেতন দিয়ে থাকে। খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করেছে। যথাক্রমে: A+ গ্রেড, A গ্রেড, B গ্রেড এবং C গ্রেড।
বিসিসিআই প্লেয়ারদের তাদের গ্রেড অনুযায়ী বেতন দিয়ে থাকে। খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করেছে। যথাক্রমে: A+ গ্রেড, A গ্রেড, B গ্রেড এবং C গ্রেড।
advertisement
4/7
A+ গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন। এরমধ্যে এমনই সব খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয় যারা ৩টি ফরম্যাটেই খেলেন এবং এক-দুটি ফরম্যাটের অধিনায়কও।
A+ গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন। এরমধ্যে এমনই সব খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয় যারা ৩টি ফরম্যাটেই খেলেন এবং এক-দুটি ফরম্যাটের অধিনায়কও।
advertisement
5/7
A+ গ্রেডের খেলোয়াড়রা বার্ষিক বেতন পান ৭ কোটি টাকা। যেখানে তারা ম্যাচ ফি বাবদ টেস্ট খেলায় ১৫ লাখ টাকা, ওয়ানডেতে ৬ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ টাকা পান।
A+ গ্রেডের খেলোয়াড়রা বার্ষিক বেতন পান ৭ কোটি টাকা। যেখানে তারা ম্যাচ ফি বাবদ টেস্ট খেলায় ১৫ লাখ টাকা, ওয়ানডেতে ৬ লাখ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লাখ টাকা পান।
advertisement
6/7
একইভাবে A গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা বার্ষিক বেতন হিসেবে ৫ কোটি, B গ্রেডের খেলোয়ারা ৩ কোটি এবং C গ্রেডের খেলোয়াড়রা ১ কোটি টাকা পারিশ্রমিক পান।
একইভাবে A গ্রেডের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা বার্ষিক বেতন হিসেবে ৫ কোটি, B গ্রেডের খেলোয়ারা ৩ কোটি এবং C গ্রেডের খেলোয়াড়রা ১ কোটি টাকা পারিশ্রমিক পান।
advertisement
7/7
গ্রেড অনুযায়ী বার্ষিক বেতনে তারতম্য থাকলেও ম্যাচ ফি বাবদে কোনও বৈষম্য নেই ভারতীয় ক্রিকেট বোর্ডে। প্রত্যেকেরই ম্যাচ ফি A+ গ্রেডের মতোই পেয়ে থাকেন।
গ্রেড অনুযায়ী বার্ষিক বেতনে তারতম্য থাকলেও ম্যাচ ফি বাবদে কোনও বৈষম্য নেই ভারতীয় ক্রিকেট বোর্ডে। প্রত্যেকেরই ম্যাচ ফি A+ গ্রেডের মতোই পেয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement